আগামী ২৫ জানুয়ারি থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় হর্ন বাজালে জরিমানা করা হবে। এই অপরাধের সর্বোচ্চ জরিমানা ১০ হাজার টাকা অথবা তিন মাসের কারাদণ্ড বলে জানিয়েছে পুলিশ।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর নির্দিষ্ট কিছু এলাকা এবং গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাকে নীরব এলাকা ঘোষণা করে এসব এলাকায় হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ২৫ জানুয়ারি থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা ও তার উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটারে (স্কলাসটিকা স্কুল থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত) ওই আইন অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর করা হবে বলে উল্লেখ করা হয়েছে গণবিজ্ঞপ্তিতে।
একই সাথে পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, সিভিল এভিয়েশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ডিএমপির ম্যাজিস্ট্রেটরা বিশেষ মোবাইল কোর্টও পরিচালনা করবে বলে জানিয়েছে পুলিশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


শব্দদূষণ নিয়ন্ত্রণে অকারণে হর্ন বাজানো বন্ধ করতে হবে: পরিবেশ উপদেষ্টা