রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় বিমান বাহিনীর যুদ্ধবিমানের বিধ্বস্ত ঘটনায় দগ্ধ দুই শিক্ষার্থীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়েছে কর্তৃপক্ষ। ছাড়পত্রপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো— নিলয় (১৩) ও রুপি বড়ুয়া (১০)।
রোববার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিমান বিধ্বস্তের পর হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে এখন পর্যন্ত ২৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে ৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরো জানান, নিলয়ের শরীরের ২৫ শতাংশ ও রুপি বড়ুয়া শরীরের ২০ শতাংশ দগ্ধ ছিল।
গত ২১ জুলাই দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্তে মোট ৩৬ জনের নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক।

