স্টাফ রিপোর্টার
বৈরি আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীকে স্বতন্ত্র ও পৃথক প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে ঢাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন।
শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নোয়াখালীর বাসিন্দারা অংশ নেন।
প্ল্যাকার্ড, ব্যানার ও পোস্টার নিয়ে উপস্থিত হন বিক্ষোভকারীরা। এসময় বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে দেখা যায় –‘নোয়াখালীর উন্নয়নের জন্য বিভাগ চাই’, ‘আমরা অধিকার চাই, অনুগ্রহ নয়’, ‘দিতে হবে, দিয়ে দাও নোয়াখালী বিভাগ দাও’, ‘দাবি মোদের একটাই নোয়াখালী বিভাগ চাই’ প্রভৃতি স্লোগান।
সমাবেশে আন্দোলনকারীরা ‘নোয়াখালী বিভাগ চাই’, ‘রক্ত লাগলে রক্ত নে, নোয়াখালী বিভাগ দে’, ‘এক দফা এক দাবি নোয়াখালী বিভাগ চাই’সহ নানা স্লোগান নানা স্লোগান দেন। অবিলম্বে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের ঘোষণা দিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
নোয়াখালী জেলা সমিতি-ঢাকা, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় পরিষদ, হাতিয়া দ্বিপ সমিতি, নোয়াখালী সোসাইটি-ঢাকাসহ বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের ব্যানারে আয়োজিত এই বিক্ষোভে অংশ নেন শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী ও প্রবাসী পরিবারের সদস্যরা।
বিক্ষোভ সমাবেশে সংগঠনগুলোর নেতারা বলেন, নোয়াখালীকে বিভাগ করার দাবি নতুন নয়, বিগত ৩০ থেকে ৪০ বছর ধরে এ অঞ্চলের মানুষ এই দাবি জানিয়ে আসছেন। স্বাধীনতার পর থেকে নোয়াখালীর নাম হয় শুধুই ঘূর্ণিঝড় আর নদীভাঙনের সঙ্গে। কিন্তু এই অঞ্চলে প্রচুর সম্ভাবনা আছে। একটা বিভাগ হলে নোয়াখালী দেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারবে। অথচ আজও সেই দাবি পূরণ হয়নি।
তারা অভিযোগ করেন, যুগের পর যুগ সরকারগুলো নোয়াখালীর সঙ্গে বৈষম্য করে এসেছে। জেলার উন্নয়ন এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। এখানে নেই কোনো সিটি কর্পোরেশন, কৃষি বিশ্ববিদ্যালয় ও উন্নত নাগরিক সুবিধা। এসব বৈষম্য নিরসনের জন্য নোয়াখালীকে আলাদা বিভাগ ঘোষণা করা জরুরি বলে তারা মত দেন।
এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী জেলা সমিতির সভাপতি, এম খান বেলাল, ও সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ দুলাল, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান আলো, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের আহ্বায়ক সময় মুরাদ, নোয়াখালী জার্নালিস্ট ফোরাম এনজেএফ-ঢাকার দপ্তর সম্পাদক এফ আই মাসউদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সৈয়দ মো. শহিদুল ইসলাম প্রমুখ।
বৈরি আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীকে স্বতন্ত্র ও পৃথক প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে ঢাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন।
শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নোয়াখালীর বাসিন্দারা অংশ নেন।
প্ল্যাকার্ড, ব্যানার ও পোস্টার নিয়ে উপস্থিত হন বিক্ষোভকারীরা। এসময় বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে দেখা যায় –‘নোয়াখালীর উন্নয়নের জন্য বিভাগ চাই’, ‘আমরা অধিকার চাই, অনুগ্রহ নয়’, ‘দিতে হবে, দিয়ে দাও নোয়াখালী বিভাগ দাও’, ‘দাবি মোদের একটাই নোয়াখালী বিভাগ চাই’ প্রভৃতি স্লোগান।
সমাবেশে আন্দোলনকারীরা ‘নোয়াখালী বিভাগ চাই’, ‘রক্ত লাগলে রক্ত নে, নোয়াখালী বিভাগ দে’, ‘এক দফা এক দাবি নোয়াখালী বিভাগ চাই’সহ নানা স্লোগান নানা স্লোগান দেন। অবিলম্বে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের ঘোষণা দিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
নোয়াখালী জেলা সমিতি-ঢাকা, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় পরিষদ, হাতিয়া দ্বিপ সমিতি, নোয়াখালী সোসাইটি-ঢাকাসহ বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের ব্যানারে আয়োজিত এই বিক্ষোভে অংশ নেন শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী ও প্রবাসী পরিবারের সদস্যরা।
বিক্ষোভ সমাবেশে সংগঠনগুলোর নেতারা বলেন, নোয়াখালীকে বিভাগ করার দাবি নতুন নয়, বিগত ৩০ থেকে ৪০ বছর ধরে এ অঞ্চলের মানুষ এই দাবি জানিয়ে আসছেন। স্বাধীনতার পর থেকে নোয়াখালীর নাম হয় শুধুই ঘূর্ণিঝড় আর নদীভাঙনের সঙ্গে। কিন্তু এই অঞ্চলে প্রচুর সম্ভাবনা আছে। একটা বিভাগ হলে নোয়াখালী দেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারবে। অথচ আজও সেই দাবি পূরণ হয়নি।
তারা অভিযোগ করেন, যুগের পর যুগ সরকারগুলো নোয়াখালীর সঙ্গে বৈষম্য করে এসেছে। জেলার উন্নয়ন এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। এখানে নেই কোনো সিটি কর্পোরেশন, কৃষি বিশ্ববিদ্যালয় ও উন্নত নাগরিক সুবিধা। এসব বৈষম্য নিরসনের জন্য নোয়াখালীকে আলাদা বিভাগ ঘোষণা করা জরুরি বলে তারা মত দেন।
এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী জেলা সমিতির সভাপতি, এম খান বেলাল, ও সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ দুলাল, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান আলো, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের আহ্বায়ক সময় মুরাদ, নোয়াখালী জার্নালিস্ট ফোরাম এনজেএফ-ঢাকার দপ্তর সম্পাদক এফ আই মাসউদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সৈয়দ মো. শহিদুল ইসলাম প্রমুখ।
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী ঢামেক হাসপাতাল ভর্তি হয়েছেন। তাদেরকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করা হয়। আহতরা হলেন, নরসিংদীর মাদবদী এলাকার ক্ষুদ্র কাপড় ব্যাবসায়ী মো: সজল (৩০), ও আলামিন(২৭)।
৫ ঘণ্টা আগেরাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি। তবে অজ্ঞাতনামা পুরুষের বয়স আনুমানিক ৬০ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
৫ ঘণ্টা আগেনাগরিকদের কাছে সরকারি সেবা পৌঁছে দিতে রাজধানীতে নতুন তিনটি নাগরিক সেবাকেন্দ্রের যাত্রা শুরু হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
৬ ঘণ্টা আগেমেট্রোরেলের কোনো স্টেশনে গিয়ে কার্ড স্ক্যান করে ভেতরে ঢোকার পর যাত্রা না করে বেরিয়ে গেলে ১০০ টাকা ভাড়া কাটবে মেট্রোরেল কর্তৃপক্ষ। এর আগে কেউ কার্ড স্ক্যান করে স্টেশনের ভেতরে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে তাকে কোনো ভাড়া দিতে হতো না। নতুন নিয়মে সেই সুযোগ থাকছে না।
৯ ঘণ্টা আগে