রাজধানীতে এসি বিস্ফোরণে এক পরিবারের দগ্ধ ৪

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯: ২২
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১: ১৪

রাজধানীর যাত্রবাড়ীতে একটি বাসায় এসি বিস্ফোরণে এক পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন। শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০) এবং দুই ছেলে তাওহীদ (৭) ও তানভীর (৯)।

বিজ্ঞাপন

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, তুহিনের শরীরের ৪০ শতাংশ, তার স্ত্রী ইবার ৮ শতাংশ, ছেলে তাওহীদের ১৫ শতাংশ এবং তানভীরের ৪৭ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত