পুনরায় চালু হচ্ছে বেসিস-সিসিপ প্রোগ্রাম

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ২২: ০০

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) দীর্ঘ কয়েক মাস ধরে ব্যবস্থাপনা কমিটি না থাকায় প্রায় সব ধরনের কার্যক্রম স্থবির অবস্থায় ছিল।

বিজ্ঞাপন

সম্প্রতি বেসিসের প্রশাসক যোগদানের পর থেকে প্রতিষ্ঠানটি নতুন উদ্যমে পুনরায় এর কার্যক্রম শুরু করেছে।এরই ধারাবাহিকতায় আজ বেসিসের সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইটিএম)-এর কার্যক্রম পুনরুজ্জীবিত করার লক্ষ্যে অর্থ বিভাগের আওতাধীন এসআইসিআইপি (সিসিপ) প্রকল্পের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় ইস্কাটনে অবস্থিত সিসিপ অফিসে আয়োজিত এই বৈঠকে প্রকল্পের বর্তমান অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব ও বেসিস প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান, ডিইপিডি (প্রোগ্রাম ম্যানেজমেন্ট)-এর যুগ্ম-সচিব মো. মঞ্জুর আলম প্রধান এবং এইইপিডি (প্রোগ্রাম ম্যানেজমেন্ট)-এর উপ-সচিব মোহাম্মদ আফজাল হোসেন। আজ মঙ্গলবার বেসিসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত