ঢাকা কলেজ প্রতিনিধি
“উচ্চারিত প্রতিটি শব্দই হোক শিল্প” এই স্লোগানকে সামনে রেখে ঢাকা কলেজ আবৃত্তি সংসদের উদ্যোগে ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবৃত্তি সংসদের নিজস্ব কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন ঢাকা কলেজ আবৃত্তি সংসদের চীফ মডারেটর অধ্যাপক ফারজানা সুলতানা। প্রধান অতিথি হিসেবে অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক পারভীন সুলতানা হায়দার। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক রুবাইয়াত শারমিন, সংগঠনের বিভিন্ন প্রতিনিধি ও সদস্যরা।
এই কর্মশালায় আবৃত্তিকে একটি সমৃদ্ধ শিল্পরূপ হিসেবে প্রতিষ্ঠিত করতে এর মৌলিক দিক, প্রয়োগ ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা কণ্ঠস্বর, উচ্চারণ ও মুখের বিভিন্ন ব্যায়াম সঠিক ব্যবহারের উপর প্রশিক্ষণ নেন।
সংগঠনটির সভাপতি জাহিদ হাসান হৃদয় বলেন, “আবৃত্তি কেবল একটি শিল্পচর্চা নয়, এটি মানুষের চিন্তাশক্তিকে জাগ্রত করার অন্যতম হাতিয়ার। আমরা যদি সঠিকভাবে শব্দের উচ্চারণ ও আবেগের প্রকাশ ঘটাতে পারি, তাহলে শ্রোতার কাছে সেই বার্তা অনেক বেশি প্রভাব বিস্তার করে। এই কর্মশালার মাধ্যমে নতুন সদস্যরা আবৃত্তির মৌলিক দিকগুলো শিখবে এবং নিজেদের ভেতরের সম্ভাবনাগুলোকে আবিষ্কার করতে পারবে। আমি বিশ্বাস করি, এ ধরনের আয়োজন শুধু ঢাকা কলেজে নয়, পুরো সমাজেই সাহিত্য ও সংস্কৃতির প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে।”
সাধারণ সম্পাদক মাহাদিউজ্জামান বলেন, “ঢাকা কলেজ আবৃত্তি সংসদ শুরু থেকেই শিক্ষার্থীদের আবৃত্তিচর্চায় উৎসাহ দিয়ে আসছে। আমাদের উদ্দেশ্য হলো শুধু প্রতিযোগিতায় অংশ নেওয়া নয় বরং প্রতিটি শিক্ষার্থীকে শিল্পচর্চার মাধ্যমে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তোলা। নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা ও অনুষ্ঠানের মাধ্যমে আমরা নতুনদের পাশে থেকে তাদের প্রতিভাকে বিকশিত করার চেষ্টা করি। আজকের কর্মশালা তারই একটি বাস্তব রূপ।"
চীফ মডারেটর অধ্যাপক ফারজানা সুলতানা বলেন, “আবৃত্তি শুধু শিল্প নয়, এটি একটি চর্চা যা মানুষের ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীরা যখন সঠিকভাবে উচ্চারণ করে, আবেগের সঙ্গে শব্দ প্রকাশ করে, তখন তাদের আত্মবিশ্বাস বাড়ে এবং যোগাযোগ দক্ষতাও উন্নত হয়। আবৃত্তির মাধ্যমে একদিকে যেমন সাহিত্যকে নতুনভাবে উপস্থাপন করা যায়, অন্যদিকে তরুণরা তাদের চিন্তা ও অনুভূতিকে আরও সৃজনশীলভাবে প্রকাশ করতে শেখে।"
ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক পারভীন সুলতানা হায়দার বলেন, “ঢাকা কলেজ সবসময়ই শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও সাহিত্যিক চর্চাকে এগিয়ে নিতে পাশে থেকেছে। আমরা বিশ্বাস করি, পড়াশোনার পাশাপাশি শিল্প-সংস্কৃতির চর্চা একজন শিক্ষার্থীকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলে। আবৃত্তি হলো এমন একটি মাধ্যম, যা মননশীলতা, আত্মবিশ্বাস এবং মানবিক মূল্যবোধকে জাগ্রত করে। আজকের এই কর্মশালা শিক্ষার্থীদের শুধু আবৃত্তি শেখাবে না, বরং তাদের ভেতরে লুকিয়ে থাকা প্রতিভাকে বিকশিত করবে। আমি আশা করি, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে।
“উচ্চারিত প্রতিটি শব্দই হোক শিল্প” এই স্লোগানকে সামনে রেখে ঢাকা কলেজ আবৃত্তি সংসদের উদ্যোগে ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবৃত্তি সংসদের নিজস্ব কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন ঢাকা কলেজ আবৃত্তি সংসদের চীফ মডারেটর অধ্যাপক ফারজানা সুলতানা। প্রধান অতিথি হিসেবে অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক পারভীন সুলতানা হায়দার। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক রুবাইয়াত শারমিন, সংগঠনের বিভিন্ন প্রতিনিধি ও সদস্যরা।
এই কর্মশালায় আবৃত্তিকে একটি সমৃদ্ধ শিল্পরূপ হিসেবে প্রতিষ্ঠিত করতে এর মৌলিক দিক, প্রয়োগ ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা কণ্ঠস্বর, উচ্চারণ ও মুখের বিভিন্ন ব্যায়াম সঠিক ব্যবহারের উপর প্রশিক্ষণ নেন।
সংগঠনটির সভাপতি জাহিদ হাসান হৃদয় বলেন, “আবৃত্তি কেবল একটি শিল্পচর্চা নয়, এটি মানুষের চিন্তাশক্তিকে জাগ্রত করার অন্যতম হাতিয়ার। আমরা যদি সঠিকভাবে শব্দের উচ্চারণ ও আবেগের প্রকাশ ঘটাতে পারি, তাহলে শ্রোতার কাছে সেই বার্তা অনেক বেশি প্রভাব বিস্তার করে। এই কর্মশালার মাধ্যমে নতুন সদস্যরা আবৃত্তির মৌলিক দিকগুলো শিখবে এবং নিজেদের ভেতরের সম্ভাবনাগুলোকে আবিষ্কার করতে পারবে। আমি বিশ্বাস করি, এ ধরনের আয়োজন শুধু ঢাকা কলেজে নয়, পুরো সমাজেই সাহিত্য ও সংস্কৃতির প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে।”
সাধারণ সম্পাদক মাহাদিউজ্জামান বলেন, “ঢাকা কলেজ আবৃত্তি সংসদ শুরু থেকেই শিক্ষার্থীদের আবৃত্তিচর্চায় উৎসাহ দিয়ে আসছে। আমাদের উদ্দেশ্য হলো শুধু প্রতিযোগিতায় অংশ নেওয়া নয় বরং প্রতিটি শিক্ষার্থীকে শিল্পচর্চার মাধ্যমে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তোলা। নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা ও অনুষ্ঠানের মাধ্যমে আমরা নতুনদের পাশে থেকে তাদের প্রতিভাকে বিকশিত করার চেষ্টা করি। আজকের কর্মশালা তারই একটি বাস্তব রূপ।"
চীফ মডারেটর অধ্যাপক ফারজানা সুলতানা বলেন, “আবৃত্তি শুধু শিল্প নয়, এটি একটি চর্চা যা মানুষের ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীরা যখন সঠিকভাবে উচ্চারণ করে, আবেগের সঙ্গে শব্দ প্রকাশ করে, তখন তাদের আত্মবিশ্বাস বাড়ে এবং যোগাযোগ দক্ষতাও উন্নত হয়। আবৃত্তির মাধ্যমে একদিকে যেমন সাহিত্যকে নতুনভাবে উপস্থাপন করা যায়, অন্যদিকে তরুণরা তাদের চিন্তা ও অনুভূতিকে আরও সৃজনশীলভাবে প্রকাশ করতে শেখে।"
ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক পারভীন সুলতানা হায়দার বলেন, “ঢাকা কলেজ সবসময়ই শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও সাহিত্যিক চর্চাকে এগিয়ে নিতে পাশে থেকেছে। আমরা বিশ্বাস করি, পড়াশোনার পাশাপাশি শিল্প-সংস্কৃতির চর্চা একজন শিক্ষার্থীকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলে। আবৃত্তি হলো এমন একটি মাধ্যম, যা মননশীলতা, আত্মবিশ্বাস এবং মানবিক মূল্যবোধকে জাগ্রত করে। আজকের এই কর্মশালা শিক্ষার্থীদের শুধু আবৃত্তি শেখাবে না, বরং তাদের ভেতরে লুকিয়ে থাকা প্রতিভাকে বিকশিত করবে। আমি আশা করি, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে।
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী ঢামেক হাসপাতাল ভর্তি হয়েছেন। তাদেরকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করা হয়। আহতরা হলেন, নরসিংদীর মাদবদী এলাকার ক্ষুদ্র কাপড় ব্যাবসায়ী মো: সজল (৩০), ও আলামিন(২৭)।
১ ঘণ্টা আগেরাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি। তবে অজ্ঞাতনামা পুরুষের বয়স আনুমানিক ৬০ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
১ ঘণ্টা আগেনাগরিকদের কাছে সরকারি সেবা পৌঁছে দিতে রাজধানীতে নতুন তিনটি নাগরিক সেবাকেন্দ্রের যাত্রা শুরু হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
৩ ঘণ্টা আগেমেট্রোরেলের কোনো স্টেশনে গিয়ে কার্ড স্ক্যান করে ভেতরে ঢোকার পর যাত্রা না করে বেরিয়ে গেলে ১০০ টাকা ভাড়া কাটবে মেট্রোরেল কর্তৃপক্ষ। এর আগে কেউ কার্ড স্ক্যান করে স্টেশনের ভেতরে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে তাকে কোনো ভাড়া দিতে হতো না। নতুন নিয়মে সেই সুযোগ থাকছে না।
৫ ঘণ্টা আগে