শিক্ষক নেতা অধ্যাপক হারুন অর রশিদ পাঠানের ইন্তেকাল

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১৯: ৩১

বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ (বিপিসি) এর সাধারণ সম্পাদক তেজগাঁও কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রবীণ শিক্ষক নেতা প্রফেসর হারুন অর রশিদ পাঠান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন।

মঙ্গলবার রাতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমের ৮০ বছর বয়স হয়েছিল।

বিজ্ঞাপন

তিনি শিক্ষকদের অধিকার আদায়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে শিক্ষক বন্ধু প্রফেসর এম শরীফুল ইসলামের সাথে একাত্ম হয়ে প্রশংসনীয় ভূমিকা রাখেন।

শিক্ষকদের জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তকরণ, চাকুরির নীতিমালা প্রণয়ন, শতভাগ বেতন ভাতা, উৎসব ভাতা এবং অবসর সুবিধা আদায়েয় আন্দোলনে প্রশংসনীয় ভূমিকা রাখেন।

একজন শিক্ষক তথা সফল অধ্যক্ষ হিসেবে তার অবদান অতুলনীয়। চাকুরীস্থল প্রিয় তেজগাঁও কলেজ কে তার যোগ্যতা, সততা এবং অভিজ্ঞতার আলোকে মনের মাধুরী মিশিয়ে একাডেমিক, প্রশাসনিক এবং অবকাঠামোগত উন্নয়ন সাধন করে দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে স্বীকৃতি দেয়ার অন্যতম অংশীদার ছিলেন।

বুধবার দুপুরে মরহুমের সাবেক কর্মস্থল তেজগাঁও কলেজ প্রাঙ্গণে এবং সন্ধ্যায় পল্লবীতে নিজ বাসার কাছে মসজিদে দ্বিতীয় জানাযা শেষে চাঁদপুরের মতলবে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বাংলাদেশ অধ্যাপক পরিষদের সভাপতি প্রবীণ শিক্ষক নেতা প্রফেসর মাজহারুল হান্নান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ ইসহাক হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক মো. নাজমুল হোসেন, অধ্যাপক সৈয়দ মুহাম্মদ ইউসুফ, অধ্যক্ষ জহির উদ্দিন আজম, অধ্যক্ষ রাফিকা আফরোজ, অধ্যক্ষ রেজাউল হক, অধ্যক্ষ হোসনে জাহান প্রমুখ শিক্ষক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত