আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তিন ধাপে অনুষ্ঠিত হবে ফাইন্যান্স এক্সেল প্রতিযোগিতা

আমার দেশ অনলাইন
তিন ধাপে অনুষ্ঠিত হবে ফাইন্যান্স এক্সেল প্রতিযোগিতা

তিন ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফাইন্যান্স এক্সেল প্রতিযোগিতা। পূবালী ব্যাংক প্রেজেন্টস ‘এক্সেলেরেট ২০২৫’ শীর্ষক এ প্রতিযোগিতা আগামীকাল ৮ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ২৫ ডিসেম্বর। এতে মিডিয়া পার্টনার হিসেবে অন্যদের সঙ্গে রয়েছে আমার দেশ।

বিজ্ঞাপন

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অন্যতম সক্রিয় এবং উদ্যোগী ক্লাব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং ক্লাব (FINACT) দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের আর্থিক দক্ষতা, বিশ্লেষণক্ষমতা ও পেশাগত প্রস্তুতি বৃদ্ধির জন্য কাজ করে আসছে। ক্লাবটি তথা ফাইন্যাক্ট-এর উদ্যোগেই অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের বৃহত্তম এই ফাইন্যান্স এক্সেল প্রতিযোগিতা।

ক্লাবের মূল লক্ষ্য হলো বাস্তব জীবনের আর্থিক চর্চাকে একাডেমিক শিক্ষার সঙ্গে যুক্ত করা। শিক্ষার্থীদের আধুনিক কর্পোরেট দক্ষতা অর্জনে সহায়তা করা এবং আর্থিক খাতে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার উদ্দেশ্যে ফাইন্যাক্ট নিয়মিতভাবে নানা কর্মশালা, প্রশিক্ষণ ও প্রতিযোগিতার আয়োজন করে থাকে।

এবার সেই ধারাবাহিকতায় পূবালী ব্যাংক পিএলসির সহযোগিতায় ফাইন্যাক্ট আয়োজন করতে যাচ্ছে দেশের অন্যতম বড় এবং প্রিমিয়ার ফাইন্যান্স বেইজড এক্সেল প্রতিযোগিতা “এক্সেলেরেট ২০২৫”। ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই ইভেন্টটিতে অংশগ্রহণ করবে সারা দেশের উজ্জ্বল ও মেধাবী শিক্ষার্থীরা, যারা ফাইন্যান্স, ডাটা অ্যানালাইসিস, এক্সেল, পাওয়ার বিআই এবং কর্পোরেট সমস্যা সমাধানের দক্ষতা আরও শাণিত করতে আগ্রহী।

ইভেন্ট ওভারভিউ

এক্সেলেরেট ২০২৫ মূলত তিনটি প্রতিযোগিতা রাউন্ডে অনুষ্ঠিত হবে:

১. গ্রিড মাস্টার (৮–১১ ডিসেম্বর ২০২৫, অনলাইন)

দ্রুততা, নির্ভুলতা, ফর্মুলার দক্ষতা এবং সমস্যা সমাধানের ক্ষমতা যাচাই করতে অংশগ্রহণকারীরা কাঠামোগত এক্সেল টাস্কে প্রতিযোগিতা করবে।

২. ডাটা ডায়নামিক্স (১৪–১৯ ডিসেম্বর ২০২৫, সাবমিশন অনলাইন, প্রেজেন্টেশন অফলাইন)

এই পর্বে দলগুলো বাস্তব-জীবনের ডাটাসেট বিশ্লেষণ করে ইনসাইট তৈরি করবে এবং সংক্ষিপ্ত বিশ্লেষণমূলক রিপোর্ট জমা দেবে। শর্টলিস্টেড দলগুলো অফলাইনে বিচারকদের সামনে উপস্থাপনা করবে।

৩. দ্য ড্যাশবোর্ড ডুয়েল (২৩–২৮ ডিসেম্বর ২০২৫)

ফাইনাল রাউন্ডে অংশগ্রহণকারীরা এক্সেল অথবা পাওয়ার বিআই ব্যবহার করে জটিল ব্যবসায়িক ড্যাশবোর্ড তৈরি ও প্রেজেন্ট করবে। প্রযুক্তিগত দক্ষতা, বিশ্লেষণ ও স্টোরিটেলিং সবকিছুর সম্মিলনে বিজয়ী দলগুলো নির্বাচিত হবে।

প্রতিযোগিতায় রয়েছে আকর্ষণীয় প্রাইজপুল: ২,৫০,০০০ টাকা এবং গোল্ড বার।

১ম স্থান: ১,১০,০০০ টাকা, ২য় স্থান: ৮০,০০০ টাকা, এবং ৩য় স্থান: ৬০,০০০ টাকা।

বিজয়ীদের জন্য আরও থাকছে বিশেষ পুরস্কার, প্রতিযোগিতার সাথে থাকছে ২টি ওয়ার্কশপ

রেজিস্ট্রেশন তথ্য:

এক্সেলেরেট ২০২৫ এ অংশগ্রহণ করতে ১–৪ সদস্যের দল গঠন করা যাবে। টিম গঠন ও বিশ্ববিদ্যালয়–ক্রস অংশগ্রহণ উন্মুক্ত রাখায় দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একসাথে দল গঠন করতে পারবে।

রেজিস্ট্রেশন ওপেন: ২৮ নভেম্বর ২০২৫

রেজিস্ট্রেশন ডেডলাইন: ৭ ডিসেম্বর ২০২৫

টিকেট মূল্য: ২৫০ টাকা

রেজিস্ট্রেশন করা যাবে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে।

এই আয়োজন শুধু একটি প্রতিযোগিতা নয় বরং শিক্ষার্থীদের জন্য একটি পূর্ণাঙ্গ শেখার যাত্রা। এক্সেল, ফাইন্যান্স, ডাটা অ্যানালাইসিস ও প্রেজেন্টেশনের সমন্বয়ে সাজানো এই ইভেন্ট শিক্ষার্থীদের পেশাগত জগতে প্রবেশের প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন