রাজধানীর উত্তরার আজমপুরে ট্রাকচাপায় তিনজন নিহত হয়েছেন। শনিবার রাত ৩টার দিকে আজমপুর মোড়ে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফাহিম উদ্দিন বিন আহমেদ (২২) খালাতো ভাই খাজা নাইমুল হক (৩২) ও তাদের মামা জাবেদ আলম (৬১)।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজমপুর মোড়ে সড়কে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর একটি ট্রাক উঠে গেলে ঘটনাস্থলেই দুজন পুরুষ মারা যান। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর আরও একজন পুরুষের মৃত্যু হয়।
নিহত নাঈমুলের মামাতো ভাই মো শাকিল জানান, নাঈমুল পুরান ঢাকার নবাববাড়ি এলাকায় থাকতো। নাঈমুলের খালাতো ভাই ফাহিম ও মামা জাবেদ খিলক্ষেত এলাকায় থাকতো। ফাহিম একটি কলেজে পড়াশুনা করতো। ফাহিমের আরেক মামা গতরাতে কুয়েতমৈত্রী হাসপাতালে মারা যায়। সেখানেই আসছিল তারা। রাতে আজমপুর এলাকায় রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিল। এ সময় একটি ট্রাক তাদের উপর উঠিয়ে দেয়।

