রাজধানীর আগারগাঁওয়ে মেট্রোরেল স্টেশনের নিচে সড়ক অবরোধ করেছে মোবাইল ব্যবসায়ীরা। অবরোধের কারণে এ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। রোববার বেলা ১২টার দিকে তারা সড়ক অবরোধ করে। এতে ভোগান্তিতে পড়েছেন বাসসহ যানবাহনে চলাচলরত যাত্রীরা।
এদিকে সারা দেশে মোবাইল ফোনের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়েছে।

আগামী ১৬ ডিসেম্বর চালু হতে যাওয়া ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কার, সিন্ডিকেট প্রথা বিলোপ ও মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করাসহ কয়েকটি দাবি আদায়ে এ কর্মসূচি পালন করছেন তারা।
প্রবাসীরা ৬০ দিনের বেশি থাকলে মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে। সিন্ডিকেট প্রথা বাতিলের পাশাপাশি ব্যবসায়ীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—এনইআইআর সংস্কার এবং মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করা।


অধ্যাদেশের এক দফা দাবিতে শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজ শিক্ষার্থীরা