রাজধানীর উত্তরায় মারধরের শিকার আহত সাবেক সেনাসদস্য মাহবুব আলমের মৃত্যু হয়েছে। সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাতে মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুল বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তিনি অবসরপ্রাপ্ত সেনাসদস্য ছিলেন। উত্তরা পূর্ব থানা এলাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন।
তিনি বলেন, গত শুক্রবার সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানা এলাকার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে বডিগার্ডের (গানম্যান) চাকরির জন্য গিয়েছিলেন। সে সময় সেখানে একটি প্যারাডো ও নিশান প্রাইভেট কার আসে। প্যারাডো গাড়ি থেকে একজন নেমে হঠাৎ করে তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। মুহূর্তের মধ্যে আরও পাঁচ-ছয়জন মিলে এলোপাতাড়ি তাকে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
পরে লোকজন তাকে উদ্ধার করে ঢাকার সিএমএইচ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়। বাবার নাম মৃত রেজাউল ইসলাম। উত্তরা পূর্ব থানা এলাকায় থাকতেন এবং সেখানেই চাকরি করতেন।
পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

