আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নিজ রুম থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার

নিজ রুম থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর শাহবাগের আনন্দবাজার সেক্রেটারিয়েট রোডের বাসায় গলায় ফাঁস দিয়ে কমল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাতে নিজ রুমে তিনি গলায় ফাঁস দেন।

বিষয়টি বুঝতে পেরে স্বজনেরা তার রুমের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রাত পৌনে ১১টায় মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তিনি আরো জানান, কী কারণে তিনি গলায় ফাঁস দিয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিক মৃতের বাবা মো. কামাল কিছু জানতে পারেননি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...