পুলিশি বাধায় সচিবালয়ের সামনে অবস্থান জুলাই ঐক্যের

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ১২: ২৮
আপডেট : ০৩ জুন ২০২৫, ১৩: ১২

ছাত্র-জনতাকে নিয়ে জাতীয় জাদুঘরের সামনে থেকে সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু করে জুলাই ঐক্য সংগঠন।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জুলাই ঐক্যের ব্যানারে এ যাত্রা শুরু হয়। দুপুরের দিকে মিছিলটি সচিবালয়ের সামনে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়ে। সেখানে অবস্থান নিয়েই স্লোগান দিতে থাকেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। এ সময় জুলাই ঐক্যের একটি প্রতিনিধি দল দাবি জানাতে সচিবালয়ে প্রবেশ করেছে।

বিজ্ঞাপন

এর আগে মিছিল নিয়ে মার্চ টু সচিবালয়ে যোগ দেন জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও ছাত্র-জনতা। স্লোগান দিতে দিতে শাহবাগ থেকে সচিবালয়ের দিকে অগ্রসর হন তারা।

জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে সচিবালয় অচল করে ‘সিভিল ক্যু’ করার চেষ্টা চলছে অভিযোগ করে মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, এই পরিকল্পনার পেছনে রয়েছে ভারতীয় অ্যাজেন্ডা। আওয়ামী দোসর আমলাদের সচিবালয় থেকে সরাতে হবে। ভারতীয় প্রক্সি শেখ হাসিনার সহকারীদের সচিবালয়ে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে।

জুলাই ঐক্য জানিয়েছে, গত ২০ মে জাতীয় প্রেসক্লাবে সচিবালয়সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা স্বৈরাচারের ৪৪ জন দোসর আমলার তালিকা প্রকাশ করা হয়। সে সময় ৩১ মে’র মধ্যে অন্তর্বর্তী সরকারকে ব্যবস্থা নেওয়ার আল্টিমেটাম দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টো গত কয়েকদিন যাবৎ সচিবালয়ে থাকা কর্মকর্তা-কর্মচারীরা সংস্কারের উদ্দেশ্যে করা আইনের সংশোধনের বিরুদ্ধে মাঠে আন্দোলন করছে, যা জুলাই স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক।

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত