কেরানীগঞ্জে ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ০১

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে আদ-দ্বীন মেডিকেল কলেজের হোস্টেলে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম-নিদা খান (১৯) আদ-দ্বীন মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল।

মৃতা নিদা খান,সুলতানপুরা রাজস্থান,ভারতের বাসিন্দা আব্দুল আজিজ খানের মেয়ে।

বিজ্ঞাপন

বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জে, বসুন্ধরা রিভারভিউ ব্লক এ আদ-দ্বীন মেডিকেল কলেজের, হোস্টেলে থাকতো।

শনিবার দিবাগত রাতে আদ-দ্বীন মেডিকেল কলেজের হোস্টেলে এ ঘটনাটি ঘটে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা উপ পরিদর্শক এসআই ছরোয়ার হোসেন তিনি বলেন গতকাল দুপুর থেকে দিবাগত রাতে যে কোন সময়ের মধ্যে তার রুমে সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়।

পরে কর্তৃপক্ষ তার রুমের দরজা বন্ধ পেয়ে পুলিশকে খবর দেয় পরে খবর পেয়ে রোববার ভোর পোনে ছয়টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এস আই মৃতের সহপাঠী, হোস্টেল সুপার ও শিক্ষকদের বরাত দিয়ে আরো বলেন পড়াশোনার চাপে ডিপ্রেশন থেকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে প্রাথমিক ধারণা করা যায়।

এছাড়া অন্য কোন কারণ রয়েছে কিনা তা ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত