এমরানা আহমেদ
বাঙালির প্রাণের মেলা বইমেলা। যে মেলার সঙ্গে জড়িয়ে আছে একুশের চেতনা। তবে প্রতিবছরই এর সঙ্গে জড়িয়ে যায় ফাল্গুন। কারণ, এই ফেব্রুয়ারিতেই দেখা মেলে প্রিয় ঋতু বসন্তের। প্রকৃতি তার নিজের মতো করে পহেলা বসন্তের জানান দিচ্ছে এবং সেই সঙ্গে বাঙালিও নিজেদেরকে সাজিয়েছে পহেলা ফাল্গুনের সাজে। মেয়েরা হলুদ, বাসন্তী, লাল, সাদা রঙের শাড়ি পড়ে মেলায় আসে। নানা রংয়ের বর্ণ ছটায় রঙিন ছিলো ছেলেদের পাঞ্জাবিও।
সব মিলিয়ে আজ অমর একুশে বই মেলা ফাল্গুনের রংয়ে বর্ণিল ছিলো। বিকাল ৩টা থেকেই পাঠক এবং দর্শণার্থীরা মেলায় আসতে শুরু করে। কেউ আবার পরিবারের সবাই মিলে এসেছেন একই রঙের পোশাক পরে। কোনো কোনো স্টলে বিক্রয়কর্মীদেরও হলুদ শাড়ি আর সাদা পাঞ্জাবিতে দেখা গেল। পুরো বইমেলাতেই বিরাজ করছিল উৎসবমুখর পরিবেশ।
বইমেলা প্রাঙ্গণের বাইরে টিএসসি এলাকায় সকাল থেকেই দেখা গেছে উপচে পড়া ভিড়। তাদের মধ্যে অধিকাংশই তরুণ-তরুণীর যুগল, তবে প্রবীণ ও শিশুদের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মতো। অনেকেই আবার এসেছেন পরিবারের সাথে, কেউ এসেছেন বন্ধুবান্ধবদের নিয়ে। অনেকের মাথায় ফুলের টায়রা, কেউ আবার চুলে আর কানে ফুল গুঁজে প্রিয়জনের সঙ্গে ঘুরছেন। তাদের খুনসুটিতে বইমেলা পেয়েছে ভিন্নমাত্রা।
বিভিন্ন প্রকাশনীর স্টলে বিক্রয়কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিক্রিও বাড়ছে মেলায়। আগামীর স্বত্ত্বাধিকারী ওসমান গণি বলেন, ‘মেলার শুরুর দিকে লোকজন এলেও বিক্রি মূলত জমে ওঠে বসন্তের দিন থেকেই। শুক্রবার সরকারি ছুটির দিন মেলা আরও জমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সরেজমিন মেলা প্রাঙ্গণে বিকেলে কথা হয় রিমি, সিমি আর নাইসার সাথে। হলুদ শাড়িতে সেজে বইমেলায় এসেছেন তিন বান্ধবী। তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বললেন, ফাগুনের জন্যই তাদের একসঙ্গে শাড়ি পরে মেলায় আসা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে সরেজমিন দেখা যায়, এই চিত্র।
মেলার ১৩তম দিন নতুন বই জমা পড়ে ৮৫টি। গত বুধবার জমা পড়েছিলে ৮৯টি। মেলার ১৩দিনে মোট জমা বই পড়া বইয়ের সংখ্যা ১ হাজার ২টি।
রাজধানীর গোপিবাগ থেকে কর্মজীবি মা জাকিয়া সুলতানার সাথে বই মেলায় এসেছে ১৪ বছর বয়সী জারিন তাসনীম মেধা। আমার দেশ প্রতিবেদকের সঙ্গে আলাপচারিতায় মেধা জানায়, তার প্রিয় লেখক হুমায়ূন আহমেদের ‘অপেক্ষা’ গল্পের বইটি কিনেছে সে।
তাম্রলিপি স্টলে বুধবার আসে জনপ্রিয় লেখক ও কার্টনিস্ট অন্তিক মাহমুদ। লেখকের ভক্তরা ভিড় জমায় স্টলের সামনে, সেলফি তোলে, অটোগ্রাফ নেয়। ধানমন্ডি থেকে আসা দুই বান্ধবী মেহের এবং ঐশির সাথে কথা হয়। মেহের জানায়, এবারের বই মেলায় অন্তিক মাহমুদের নতুন বই ক্রাইম থ্রিলার গল্প ‘ভুল’ বইটি কিনেছে সে। ঐশি কিনেছে হুমায়ূন আহমেদের গল্প এবং উপন্যাসের বেশ কয়টি বই।
রূপ প্রকাশনীর স্বত্বাধিকারী রেহানা খাতুন জানান, তার স্টলে বেশি বিক্রি হচ্ছে বাচ্চাদের কিডস্ ভোকাভোলারি এবং কিডস্ স্পোকেন ইংলিশ বই দু’টি। এগুলোর দাম ১৫০ টাকা। এছাড়াও ক্রিকেট প্রেমিকরা কিনছেন জাতীয় ক্রিকেট দলের ভারপ্রাপ্ত কোর্চ সালাহ উদ্দীন’স মাস্টার ক্লাসের লেখা ‘ক্রিকেট কোর্চি বুক’ বইটি । এটির মূল্য ৩০০ টাকা।
মোস্তাফা আহসান হাবীবের লেখা ভৌতিক থ্রিলার বই ‘যমজ আত্মা’ বইটি তরুণী এবং কিশোর পাঠক চাহিদার শীর্ষে রয়েছে। অনিস দাসের ‘ভূত সমগ্র’ বইটিও অনেক বিক্রি হচ্ছে বলে জানান প্রকাশক রেহানা খাতুন।
অন্যন্যা প্রকাশনীর বিক্রয়কর্মী ফারুক আমার দেশকে জানায়, কারানির্যাতিত সাংবাদিক এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ‘জেল থেকে জেলে’ বইটি অনেক বিক্রি হচ্ছে।
এছাড়াও মারিসাকি সেট বুকগু্লোর পাঠক চাহিদার শীর্ষে রয়েছে বলেও জানান বিক্রেতা রমিম। ঘাসফড়িং প্রকাশনীর রত্না বলেন, ‘মেলায় লোক সমাগমের পাশাপাশি এখন বিক্রিও বাড়ছে।’
এদিকে বসন্ত ও ভালোবাসা দিবস কেন্দ্র করে বাড়তি প্রস্তুতি নিয়ে রেখেছেন প্রকাশকরাও। প্রেম ভালোবাসা নিয়ে গল্প, উপন্যাস আর কবিতার বইগুলো সামনেই সাজিয়ে রাখা হয়েছে। প্রিয়জনকে বই উপহার দিতে দর্শনার্থীরা এসব বই-ই বেশি কিনছেন বলে জানান বিক্রয়কর্মীরা।
মাওলা ব্রাদার্সের বিক্রয় প্রতিনিধি সাজরিন বলেন, ভালোবাসা দিবসকে কেন্দ্র করে অনেকেই আমাদের প্রকাশনীতে আসছেন। প্রিয়জনকে ভালোবাসার বই উপহার দিচ্ছেন। এই বইগুলো প্রিয় মানুষের জন্যে ভালো উপহার হতে পারে।
এ ছাড়া হুমায়ূন আহমেদের ‘মেঘ বলেছে যাব যাব’, সৈয়দ মুজতবা আলীর ‘শবনম’, বুদ্ধদেব বসুর ‘তিথিডোর’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’, ‘চোখের বালি’, বুদ্ধদেব গুহর ‘বাবলি’, সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘প্রথম প্রণয়’, ‘ভালোবাসা, প্রেম নয়’, ‘যুবক-যুবতীরা’, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা, ‘আমারও একটি প্রেম কাহিনী আছে’, ইমদাদুল হক মিলনের ‘যত দূরে যাই’, মোশতাক আহমেদের ‘ফাগুন বসন্ত’ বইগুলো প্রিয় মানুষদের উপহার হিসেবে মানুষ বেশি কিনছেন বলে জানা যায়।
বাঙালির প্রাণের মেলা বইমেলা। যে মেলার সঙ্গে জড়িয়ে আছে একুশের চেতনা। তবে প্রতিবছরই এর সঙ্গে জড়িয়ে যায় ফাল্গুন। কারণ, এই ফেব্রুয়ারিতেই দেখা মেলে প্রিয় ঋতু বসন্তের। প্রকৃতি তার নিজের মতো করে পহেলা বসন্তের জানান দিচ্ছে এবং সেই সঙ্গে বাঙালিও নিজেদেরকে সাজিয়েছে পহেলা ফাল্গুনের সাজে। মেয়েরা হলুদ, বাসন্তী, লাল, সাদা রঙের শাড়ি পড়ে মেলায় আসে। নানা রংয়ের বর্ণ ছটায় রঙিন ছিলো ছেলেদের পাঞ্জাবিও।
সব মিলিয়ে আজ অমর একুশে বই মেলা ফাল্গুনের রংয়ে বর্ণিল ছিলো। বিকাল ৩টা থেকেই পাঠক এবং দর্শণার্থীরা মেলায় আসতে শুরু করে। কেউ আবার পরিবারের সবাই মিলে এসেছেন একই রঙের পোশাক পরে। কোনো কোনো স্টলে বিক্রয়কর্মীদেরও হলুদ শাড়ি আর সাদা পাঞ্জাবিতে দেখা গেল। পুরো বইমেলাতেই বিরাজ করছিল উৎসবমুখর পরিবেশ।
বইমেলা প্রাঙ্গণের বাইরে টিএসসি এলাকায় সকাল থেকেই দেখা গেছে উপচে পড়া ভিড়। তাদের মধ্যে অধিকাংশই তরুণ-তরুণীর যুগল, তবে প্রবীণ ও শিশুদের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মতো। অনেকেই আবার এসেছেন পরিবারের সাথে, কেউ এসেছেন বন্ধুবান্ধবদের নিয়ে। অনেকের মাথায় ফুলের টায়রা, কেউ আবার চুলে আর কানে ফুল গুঁজে প্রিয়জনের সঙ্গে ঘুরছেন। তাদের খুনসুটিতে বইমেলা পেয়েছে ভিন্নমাত্রা।
বিভিন্ন প্রকাশনীর স্টলে বিক্রয়কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিক্রিও বাড়ছে মেলায়। আগামীর স্বত্ত্বাধিকারী ওসমান গণি বলেন, ‘মেলার শুরুর দিকে লোকজন এলেও বিক্রি মূলত জমে ওঠে বসন্তের দিন থেকেই। শুক্রবার সরকারি ছুটির দিন মেলা আরও জমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সরেজমিন মেলা প্রাঙ্গণে বিকেলে কথা হয় রিমি, সিমি আর নাইসার সাথে। হলুদ শাড়িতে সেজে বইমেলায় এসেছেন তিন বান্ধবী। তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বললেন, ফাগুনের জন্যই তাদের একসঙ্গে শাড়ি পরে মেলায় আসা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে সরেজমিন দেখা যায়, এই চিত্র।
মেলার ১৩তম দিন নতুন বই জমা পড়ে ৮৫টি। গত বুধবার জমা পড়েছিলে ৮৯টি। মেলার ১৩দিনে মোট জমা বই পড়া বইয়ের সংখ্যা ১ হাজার ২টি।
রাজধানীর গোপিবাগ থেকে কর্মজীবি মা জাকিয়া সুলতানার সাথে বই মেলায় এসেছে ১৪ বছর বয়সী জারিন তাসনীম মেধা। আমার দেশ প্রতিবেদকের সঙ্গে আলাপচারিতায় মেধা জানায়, তার প্রিয় লেখক হুমায়ূন আহমেদের ‘অপেক্ষা’ গল্পের বইটি কিনেছে সে।
তাম্রলিপি স্টলে বুধবার আসে জনপ্রিয় লেখক ও কার্টনিস্ট অন্তিক মাহমুদ। লেখকের ভক্তরা ভিড় জমায় স্টলের সামনে, সেলফি তোলে, অটোগ্রাফ নেয়। ধানমন্ডি থেকে আসা দুই বান্ধবী মেহের এবং ঐশির সাথে কথা হয়। মেহের জানায়, এবারের বই মেলায় অন্তিক মাহমুদের নতুন বই ক্রাইম থ্রিলার গল্প ‘ভুল’ বইটি কিনেছে সে। ঐশি কিনেছে হুমায়ূন আহমেদের গল্প এবং উপন্যাসের বেশ কয়টি বই।
রূপ প্রকাশনীর স্বত্বাধিকারী রেহানা খাতুন জানান, তার স্টলে বেশি বিক্রি হচ্ছে বাচ্চাদের কিডস্ ভোকাভোলারি এবং কিডস্ স্পোকেন ইংলিশ বই দু’টি। এগুলোর দাম ১৫০ টাকা। এছাড়াও ক্রিকেট প্রেমিকরা কিনছেন জাতীয় ক্রিকেট দলের ভারপ্রাপ্ত কোর্চ সালাহ উদ্দীন’স মাস্টার ক্লাসের লেখা ‘ক্রিকেট কোর্চি বুক’ বইটি । এটির মূল্য ৩০০ টাকা।
মোস্তাফা আহসান হাবীবের লেখা ভৌতিক থ্রিলার বই ‘যমজ আত্মা’ বইটি তরুণী এবং কিশোর পাঠক চাহিদার শীর্ষে রয়েছে। অনিস দাসের ‘ভূত সমগ্র’ বইটিও অনেক বিক্রি হচ্ছে বলে জানান প্রকাশক রেহানা খাতুন।
অন্যন্যা প্রকাশনীর বিক্রয়কর্মী ফারুক আমার দেশকে জানায়, কারানির্যাতিত সাংবাদিক এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ‘জেল থেকে জেলে’ বইটি অনেক বিক্রি হচ্ছে।
এছাড়াও মারিসাকি সেট বুকগু্লোর পাঠক চাহিদার শীর্ষে রয়েছে বলেও জানান বিক্রেতা রমিম। ঘাসফড়িং প্রকাশনীর রত্না বলেন, ‘মেলায় লোক সমাগমের পাশাপাশি এখন বিক্রিও বাড়ছে।’
এদিকে বসন্ত ও ভালোবাসা দিবস কেন্দ্র করে বাড়তি প্রস্তুতি নিয়ে রেখেছেন প্রকাশকরাও। প্রেম ভালোবাসা নিয়ে গল্প, উপন্যাস আর কবিতার বইগুলো সামনেই সাজিয়ে রাখা হয়েছে। প্রিয়জনকে বই উপহার দিতে দর্শনার্থীরা এসব বই-ই বেশি কিনছেন বলে জানান বিক্রয়কর্মীরা।
মাওলা ব্রাদার্সের বিক্রয় প্রতিনিধি সাজরিন বলেন, ভালোবাসা দিবসকে কেন্দ্র করে অনেকেই আমাদের প্রকাশনীতে আসছেন। প্রিয়জনকে ভালোবাসার বই উপহার দিচ্ছেন। এই বইগুলো প্রিয় মানুষের জন্যে ভালো উপহার হতে পারে।
এ ছাড়া হুমায়ূন আহমেদের ‘মেঘ বলেছে যাব যাব’, সৈয়দ মুজতবা আলীর ‘শবনম’, বুদ্ধদেব বসুর ‘তিথিডোর’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’, ‘চোখের বালি’, বুদ্ধদেব গুহর ‘বাবলি’, সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘প্রথম প্রণয়’, ‘ভালোবাসা, প্রেম নয়’, ‘যুবক-যুবতীরা’, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা, ‘আমারও একটি প্রেম কাহিনী আছে’, ইমদাদুল হক মিলনের ‘যত দূরে যাই’, মোশতাক আহমেদের ‘ফাগুন বসন্ত’ বইগুলো প্রিয় মানুষদের উপহার হিসেবে মানুষ বেশি কিনছেন বলে জানা যায়।
রাজধানীর বনানী ও ধানমন্ডি এলাকা থেকে অজ্ঞাত দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
৩ মিনিট আগেরাজধানীর মিরপুরের পল্লবী থানার কালশী এলাকায় বিহারি ক্যাম্পে মাদক বিক্রেতার ছুরিকাঘাতে মো. সাগর (২৭) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
১ ঘণ্টা আগেফেসবুকে ভুয়া পোস্ট ও সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অবসরপ্রাপ্ত ডিআইজি (প্রিজন্স) শেখ আব্দুল অমিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
২ ঘণ্টা আগেরাজধানীর জিগাতলায় সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে দুই কলেজ শিক্ষার্থী আহত হয়েছে।
২ ঘণ্টা আগে