আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আট দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
আট দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মানববন্ধন

ডিপ্লোমা শিক্ষাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনস্থ থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করাসহ আট দফা দাবি জানিয়েছেন ডিপ্লোমা শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে তারা এ দাবি জানান। এসময় প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

দাবিগুলো হলো- ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে; উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং প্রতি বছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে; কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূরীকরণ করতে হবে; কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডি.এ.ই এর অধীনস্থ থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করতে হবে। সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করতে হবে; ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারী চাকুরির ক্ষেত্রে নূন্যতম ১০ম গ্রেডের পে-স্কেলে বেতন দিতে হবে; কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদেরকে মাঠ সংযুক্তি ভাতা প্রদান করতে হবে এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের চাকুরিতে প্রবেশের পর ৬ মাসের ফাউন্ডেশন ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, আমাদের শিক্ষার সকল কার্যক্রম বন্ধ থাকবে। দাবি আদায়ে আমরা রাজপথে থাকবো। আমরা অনুদান নয়, অধিকার চাই। তাছাড়া দাবিগুলো আদায় হলে কৃষিতে দক্ষ জনশক্তি তৈবি হবে। কৃষি ডিপ্লোমা শিক্ষার বৈষম্য দূর হবে। কৃষি ডিপ্লোমা শিক্ষার বৈষম্য দূর হলে বাংলাদেশের কৃষি অনন্য উচ্চতায় পৌঁছাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন