আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইশরাকের শপথ: হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবেন রিটকারী

বিশেষ প্রতিনিধি

ইশরাকের শপথ:  হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবেন রিটকারী
ইশরাক হোসেন

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল করবেন রিটকারী।

বিজ্ঞাপন

হাইকোর্টের আদেশে অসন্তোষ প্রকাশ করে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু।

বৃহস্পতিবার বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

হাইকোর্টের আদেশ বলা হয়, রিটকারীর এ মামলায় রিট করার এখতিয়ার নেই, এ মর্মে রিট খারিজ করা হলো। যেহেতু মামলাটি জনস্বার্থ বিষয় নয়, এটিতে ব্যক্তিস্বার্থ জড়িত, রিটকারী এ মামলায় পক্ষভুক্ত হতে পারেন না। এ মর্মে রিট সরাসরি খারিজ করা হলো।

রিটকারী আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে যাবো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন