আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাথর মেরে হত্যা: সঠিক তদন্ত ও বিচার নিশ্চিতসহ ৬ দাবি ব্যবসায়ী সমিতির

প্রতিনিধি, জবি
পাথর মেরে হত্যা: সঠিক তদন্ত ও বিচার নিশ্চিতসহ ৬ দাবি    ব্যবসায়ী সমিতির

পুরান ঢাকার চকবাজার এলাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে দিনদুপুরে ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগ হত্যাকাণ্ডের সঠিক তদন্ত, বিচার নিশ্চিত ও নিরাপত্তাহীনতা দূর করতে ৭ দিনের আলটিমেটাম দিয়েছে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

সোমবার মিটফোর্ড রোডে সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা বলেন, “পুরান ঢাকা দেশের অন্যতম প্রধান ব্যবসায়িক কেন্দ্র। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা এখানে লেনদেন করতে আসেন। জাতীয় রাজস্বে পুরান ঢাকার ব্যবসায়ীদের অবদান গুরুত্বপূর্ণ হলেও তারা নিরাপত্তাহীনতার মধ্যেই ব্যবসা পরিচালনা করছেন।”

তারা বলেন, গত ৯ জুলাই প্রকাশ্যে দিনের আলোয় মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়।

ব্যবসায়ী নেতারা ঘটনাটিকে ‘বর্বর, অমানবিক ও জঘন্য’ উল্লেখ করে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ছয় দফা দাবি তুলে ধরা হয়:

১. হত্যাকাণ্ডে জড়িত সবাইকে ৭ দিনের মধ্যে গ্রেপ্তার করতে হবে।

২. ঘটনার সঠিক তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।

৩. ব্যবসায়ীদের মধ্যে বিরাজমান নিরাপত্তাহীনতা দূর করে শান্তিপূর্ণ ব্যবসায়িক পরিবেশ ফিরিয়ে আনতে হবে।

৪. এলাকায় সেনা টহল বাড়াতে হবে, যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

৫. পুরান ঢাকার ব্যবসায়িক এলাকা থেকে অপরাধ, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও মাদকের প্রভাব দূর করতে হবে।

৬. নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়ন না হলে ব্যবসায়ীরা কঠোর আন্দোলনে নামবেন।

ব্যবসায়ী নেতারা আরও বলেন, “গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর আমরা ভেবেছিলাম ব্যবসার জন্য একটি শৃঙ্খলাপূর্ণ পরিবেশ ফিরে পাব। কিন্তু এখন চাঁদাবাজি, ছিনতাই ও হামলার ঘটনা বাড়ায় আমরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছি।”

সংগঠনটি পুরান ঢাকার ব্যবসায়ী সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন