শিক্ষক নিবন্ধন প্রত্যাশীদের এনটিআরসিএ ঘেরাও

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১০: ৫৯
আপডেট : ২৯ জুন ২০২৫, ১১: ০৪

১৮তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় অনিয়ম ও বৈষম্যের প্রতিবাদে এবং চূড়ান্ত ফলাফল পুনঃনিরীক্ষণ ও সনদ প্রদানের দাবিতে এনটিআরসিএ কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করছেন চাকরি প্রত্যাশীরা।

রোববার সকাল ১০টায় রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে এই কর্মসূচি শুরু হয়। এর আগেও দাবি আদায়ে বেশ কিছু কর্মসূচি পালন করেন তারা। তবে দাবি পূরণের কোন সাড়া না পেয়ে নতুন এই কর্মসূচিতে নামেন আন্দোলনকারীরা।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টদের অভিযোগ, গত ৪ জুন প্রকাশিত ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফলে তাদেরকে অন্যায়ভাবে ফেল করানো হয়েছে।

ওই ফলাফল পুনঃমূল্যায়ন করে ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ প্রদানের জন্য দাবি জানান তারা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত