রাজধানীর ফার্মগেটের সড়ক ছেড়ে দিয়েছেন তেজগাঁও কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা। আবারো যান চলাচল শুরু হয়েছে। তিন ঘণ্টা অবরোধ করার পর বৃহস্পতিবার দুপু ১টার দিকে সড়ক থেকে কলেজে ফিরে যান শিক্ষার্থীরা।
সহপাঠীর মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে ঢাকার ফার্মগেট এলাকার মোড় সকাল ১০টার দিকে অবরোধ করে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এত ভোগান্তিতে পড়েছেন শত শত মানুষ।
জানা গেছে, তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক সেবন ও নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) ৪ দিন লড়ে মারা মঙ্গলবার রাতে মারা যান উচ্চমাধ্যমিকের ছাত্র সাকিবুল হাসান রানা। তারই প্রতিবাদে ফার্মগেট মোড় অবরোধ করে তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের একাংশ।
শেরে বাংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানিয়েছেন, তেজগাঁও কলেজের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে।

