উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের লটারি করল রাজউক

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১: ২৬

উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের বরাদ্দ প্রাপ্তদের মাঝে ফ্ল্যাট ও কার পার্কিং আইডি প্রদান সংক্রান্ত লটারি করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বৃহস্পতিবার রাজউক অডিটরিয়ামে এই লটারি ও প্রকল্পের কার পার্কিং আইডি বরাদ্দের অনুষ্ঠান আয়োজন করা হয়।

রাজউক জানায়, আজকের লটারির স্বচ্ছতা বজায় রাখার জন্য অত্যাধুনিক সফটওয়্যারের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক পর্যায়ের বাছাই শেষে লটারির ফলাফল প্রকাশিত হয়। এর পূর্বে উপস্থিত ফ্ল্যাট বরাদ্দ প্রত্যাশীদের মাধ্যমেই পর্যায় সংখ্যা নির্ধারণ করা হয়। রাজউক কর্তৃক আয়োজিত এই লটারির মাধ্যমে আজ ১৪৩টি ফ্ল্যাট ও ৫৪২টি কার পার্কিং আইডি বরাদ্দ দেওয়া হয়।

বিজ্ঞাপন

উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের এ ব্লকে মোট ৭৯টি ভবনে ৬৬৩৬টি ফ্ল্যাট রয়েছে। সমগ্র প্রকল্প এলাকার ৫৫% জমি খেলার মাঠ, পার্ক, সবুজায়ন এবং রাস্তার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। প্রতিটি ভবনের রয়েছে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, বৃষ্টির পানি ধারণ, এএলপি গ্যাস সরবরাহের প্রযুক্তি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, রাজউকের সদস্য (এস্টেট ও ভূমি) শেখ মতিয়ার রহমান, সদস্য (পরিকল্পনা) গিয়াস উদ্দিন ও সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) মোহাম্মদ বশিরুল হক।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত