আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাতেই চালু হচ্ছে মেট্রোরেল

আমার দেশ অনলাইন
রাতেই চালু হচ্ছে মেট্রোরেল

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের একাংশের সর্বাত্মক কর্মবিরতিতে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ ছিল। নির্ধারিত সময় অনুযায়ী, উত্তরা থেকে শুক্রবার বেলা ৩টা ও মতিঝিল থেকে ৩টা ২০ মিনিটে ট্রেন ছাড়ার কথা থাকলেও আন্দোলনের কারণে আটকে যায়। চাকরির বিধিমালা প্রণয়নের আশ্বাসে আন্দোলন সাময়িক স্থগিত হওয়ার পর রাত সোয়া ৮টা থেকে মেট্রোরেল চলাচল শুরু করে। এর ফলে ৫ ঘণ্টা ট্রেন চলাচল না করায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

সংশ্লিষ্টরা জানান, সর্বাত্মক কর্মবিরতির পাশাপাশি উত্তরার দিয়াবাড়িতে ডিএমটিসিএল প্রধান কার্যালয়ের সামনে বেলা ৩টা থেকে অবস্থান কর্মসূচি পালন করে প্রতিষ্ঠানটির নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের একাংশ। তাদের সঙ্গে আলোচনা করতে গিয়ে ফেরত আসতে হয় ডিএমটিসিএল এমডি ফারুক আহমেদকে। পরে আন্দোলনকারীরা তাকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন। আন্দোলনকারীদের অনেকে এমডির কক্ষের সামনে অবস্থান নেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্মীদের সামনে গিয়ে ১৮ ডিসেম্বরের বোর্ড মিটিংয়ে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন ডিএমটিসিএল এমডি। এরপর আন্দোলন স্থগিত করে সরে দাঁড়ান কর্মকর্তা-কর্মচারীরা।

বিজ্ঞাপন

আন্দোলনে অংশ নেওয়া ডিএমটিসিএলরর কর্মকর্তা আকরাম হোসেন বলেন, তারা সর্বাত্মক কর্মবিরতি স্থগিত করেছে। ১৮ ডিসেম্বর বোর্ড মিটিংয়ে আমাদের দাবি মেনে নেবেন বলে অঙ্গীকার করেছেন এমডি। সেজন্য আন্দোলন ওইদিন পর্যন্ত সাময়িক স্থগিত করা হয়েছে।

এদিকে, ডিএমটিসিএল তাদের ফেসবুক পেজে জানিয়েছে, মেট্রোরেলের সম্মানিত যাত্রীসাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মেট্রোরেল অদ্য রাত ৮:১৫ ঘটিকা হতে উত্তরা উত্তর হতে চলাচল শুরু করেছে।

একাধিক মেট্রোস্টেশনে গিয়ে দেখা যায়, স্টেশনে প্রবেশের কলাপসিবল গেট তালা লাগানো। বাইরে অপেক্ষা করছেন অসংখ্য মানুষ। শুক্রবার হওয়ায় বাস, সিএনজি ও অ্যাপচালিত মোটরসাইকেল তুলনামূলক কম চলাচল করছে। ফলে অনেকে অপেক্ষা করে এসব যানবাহনে যাচ্ছেন। আবার অনেকে চড়া ভাড়ায় রিকশায় গন্তব্যে যাচ্ছেন।

এর আগে আল্টিমেটামের মধ্যে সার্ভিস রুল (চাকরি বিধিমালা) প্রণয়ন ও প্রকাশ না হওয়ায় শুক্রবার থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেন ডিএমটিসিএল নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের একাংশ। এদিন সকাল ৭টা থেকে সব যাত্রীসেবা বন্ধ রেখে পূর্ণ কর্মবিরতির পাশাপাশি প্রতিদিন ডিএমটিসিএল প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।

বৃহস্পতিবার রাতে ডিএমটিসিএলের ফেসবুক পোস্টে বলা হয়, মেট্রোরেলের সম্মানিত যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মেট্রোরেল নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করবে। কিন্তু কর্তৃপক্ষের এই ঘোষণা মানেননি আন্দোলনকারীরা। শুক্রবার ছুটির দিনে বিকাল ৩টা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন