৪০ দিন পর খুলে দেয়া হলো নগর ভবনের তালা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১১: ৫৪
আপডেট : ২৩ জুন ২০২৫, ১২: ৫৯
ছবি: আমার দেশ

৪০দিন পরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগরভবনের মূল ফটক খুলে দিলেও এখনো তালাবদ্ধ প্রশাসক ও প্রকৌশলীদের দপ্তর। স্বাস্থ্যসেবাসহ কিছু দপ্তরের তালা খুলে দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার সকালে কিছ কর্মকর্তা-কর্মচারী কাজে যোগদান করেছেন। কাজে যোগ দেয়া কর্মকর্তারা জানান, গতকাল রোববার বিকেলেই প্রধান ফটকসহ বেশ কিছু তালা খুলে দেয়া হয়েছে বলে তারা নিজেদের অফিস কক্ষে ঢুকতে পেরেছেন।

city-2

তবে খুলে দেয়া হয়নি প্রকৌশলীদের ও প্রশাসকের কার্যালয়ের তালা। তবে সোমবারেও নগরভবনের সামনের সিঁড়িতে বিএনপি নেতা ইশরাক হোসেনের অল্প কিছু সমর্থক অবস্থান নিয়েছেন আন্দোলন চালিয়ে নেয়ার জন্য।

city- tala

গত ৪০দিন পরে নগর ভবনের তালা খুলে দেয়ায় কর্মকর্তা অফিস শুরু করলেও প্রাণচাঞ্চল্য ফিরে আসেনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত