৪০দিন পরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগরভবনের মূল ফটক খুলে দিলেও এখনো তালাবদ্ধ প্রশাসক ও প্রকৌশলীদের দপ্তর। স্বাস্থ্যসেবাসহ কিছু দপ্তরের তালা খুলে দেয়া হয়েছে।
সোমবার সকালে কিছ কর্মকর্তা-কর্মচারী কাজে যোগদান করেছেন। কাজে যোগ দেয়া কর্মকর্তারা জানান, গতকাল রোববার বিকেলেই প্রধান ফটকসহ বেশ কিছু তালা খুলে দেয়া হয়েছে বলে তারা নিজেদের অফিস কক্ষে ঢুকতে পেরেছেন।

তবে খুলে দেয়া হয়নি প্রকৌশলীদের ও প্রশাসকের কার্যালয়ের তালা। তবে সোমবারেও নগরভবনের সামনের সিঁড়িতে বিএনপি নেতা ইশরাক হোসেনের অল্প কিছু সমর্থক অবস্থান নিয়েছেন আন্দোলন চালিয়ে নেয়ার জন্য।

গত ৪০দিন পরে নগর ভবনের তালা খুলে দেয়ায় কর্মকর্তা অফিস শুরু করলেও প্রাণচাঞ্চল্য ফিরে আসেনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

