ব্যবসায়ীকে গুলি করে ‘৭০ ভরি’ স্বর্ণ ছিনতাই

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ১৬: ৪৭

রাজধানীর হাজারীবাগ সেকশন এলাকায় জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে ৭০ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আহতের নাম সজল রাজবংশী (৩৭)।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, হাজারীবাগ এলাকা থেকে এক ব্যক্তিকে আহত অবস্থায় স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। ঘটনার বিস্তারিত জানতে হাজারীবাগ থানার পুলিশ তদন্ত করছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত