গেন্ডারিয়ায় ডিআইটি পুকুরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ রাজউকের

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০২: ২৬

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জোন-৭/১-এর আওতাধীন গেন্ডারিয়া ডিআইটি পুকুরপাড় ঘিরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে।

বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ উচ্ছেদ অভিযান চালায় রাজউক। এ সময় স্থাপনাগুলোর অবৈধ বিদ্যুৎসংযোগও বিচ্ছিন্ন করা হয়।

বিজ্ঞাপন

ডিআইটি পুকুরপাড় রক্ষা কমিটির অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলামের নির্দেশে সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন এ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় রেস্টুরেন্ট, দোতলা ইমারত, রিকশার গ্যারেজসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানকালে আরো উপস্থিত ছিলেন রাজউকের অথরাইজড অফিসার এসএম এহসানুল ইমাম, সহকারী অথরাইজড অফিসার আবদুর রাজ্জাক তোহা, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকসহ উচ্ছেদ কার্যক্রম সংশ্লিষ্ট রাজউক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত