
স্টাফ রিপোর্টার

বারবার ঘোষণা দেওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত নির্বাচন হবে কিনা তা নিয়ে সব মহলে সন্দেহ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতা ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান।
তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের অবসান হলেও দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়নি। দেড় বছর ধরে একটি অনির্বাচিত ও জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেটবিহীন সরকার দেশ পরিচালনা করছে।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
ফারুক বলেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন এই সরকারের প্রধান কর্তব্য ছিল যত দ্রুত সম্ভব আশু প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পন্ন করা। যাতে করে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু সেই সংস্কার প্রক্রিয়া অগ্রসর করতেই দেড় বছর কাটিয়ে দিয়েছে তারা। যদিও তার আগেই সরকারপ্রধান ঘোষণা করেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হবে। কিন্তু বারবার ঘোষণা দেওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত নির্বাচনটি হবে কি না- তা নিয়ে সব মহলে সন্দেহ দেখা যাচ্ছে।
ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান বলেন, গণতন্ত্র ও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র মানে দেশ নিয়ে ষড়যন্ত্র। সব ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের প্রস্তুত থাকতে হবে। যারা নির্বাচন বানচাল বা বিলম্বিত করার চেষ্টা করছে, তাদের পরিণতি ভালো হবে না। এসব জেনেই তারা নির্বাচন বানচালের চেষ্টা করছে। ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, এর মধ্যেই আবার ‘জুলাই সনদ’ ঘিরে সরকার ও কিছু মহলের অবস্থান ও তৎপরতা গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ নিয়ে সংশয় সৃষ্টি করেছে। দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে জুলাই আন্দোলনে সম্পৃক্ত সব রাজনৈতিক দল রাষ্ট্র ও সংবিধানের বেশ কিছু বিধান সংস্কারে একমত হয়েছে। আবার অনেক বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল আপত্তি জানিয়েছে। এক্ষেত্রে যেসব প্রশ্নে কোনো রাজনৈতিক দল আপত্তি করেনি, সেগুলোকেই ‘ঐকমত্’ ধরে নিতে হবে। কিন্তু তা না করে ঐকমত্য কমিশনের সব সিদ্ধান্তকেই ‘জুলাই সনদ’ অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি আরো বলেন, গণভোট কিংবা সাংবিধানিক আদেশ জারির কোনো এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। ফলে গায়ের জোরে গণভোট আয়োজন এবং অতীতের মতোই নীলনকশার মাধ্যমে ‘হ্যাঁ’ ভোট জেতানোর চেষ্টা করা হলে তা গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের সব প্রচেষ্টা ও প্রত্যাশাকে বিনষ্ট করবে।
সমাবেশে সংগঠনের সভাপতি কে. এম. রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ পরিষদের সভাপতি গিয়াসউদ্দিন খোকন, ন্যাশনাল লেবার পার্টির মুখপাত্র মো. শরিফুল ইসলাম, সমবায় দলের নেতা শাহ আলম বাবলু প্রমুখ।

বারবার ঘোষণা দেওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত নির্বাচন হবে কিনা তা নিয়ে সব মহলে সন্দেহ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতা ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান।
তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের অবসান হলেও দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়নি। দেড় বছর ধরে একটি অনির্বাচিত ও জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেটবিহীন সরকার দেশ পরিচালনা করছে।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
ফারুক বলেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন এই সরকারের প্রধান কর্তব্য ছিল যত দ্রুত সম্ভব আশু প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পন্ন করা। যাতে করে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু সেই সংস্কার প্রক্রিয়া অগ্রসর করতেই দেড় বছর কাটিয়ে দিয়েছে তারা। যদিও তার আগেই সরকারপ্রধান ঘোষণা করেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হবে। কিন্তু বারবার ঘোষণা দেওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত নির্বাচনটি হবে কি না- তা নিয়ে সব মহলে সন্দেহ দেখা যাচ্ছে।
ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান বলেন, গণতন্ত্র ও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র মানে দেশ নিয়ে ষড়যন্ত্র। সব ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের প্রস্তুত থাকতে হবে। যারা নির্বাচন বানচাল বা বিলম্বিত করার চেষ্টা করছে, তাদের পরিণতি ভালো হবে না। এসব জেনেই তারা নির্বাচন বানচালের চেষ্টা করছে। ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, এর মধ্যেই আবার ‘জুলাই সনদ’ ঘিরে সরকার ও কিছু মহলের অবস্থান ও তৎপরতা গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ নিয়ে সংশয় সৃষ্টি করেছে। দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে জুলাই আন্দোলনে সম্পৃক্ত সব রাজনৈতিক দল রাষ্ট্র ও সংবিধানের বেশ কিছু বিধান সংস্কারে একমত হয়েছে। আবার অনেক বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল আপত্তি জানিয়েছে। এক্ষেত্রে যেসব প্রশ্নে কোনো রাজনৈতিক দল আপত্তি করেনি, সেগুলোকেই ‘ঐকমত্’ ধরে নিতে হবে। কিন্তু তা না করে ঐকমত্য কমিশনের সব সিদ্ধান্তকেই ‘জুলাই সনদ’ অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি আরো বলেন, গণভোট কিংবা সাংবিধানিক আদেশ জারির কোনো এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। ফলে গায়ের জোরে গণভোট আয়োজন এবং অতীতের মতোই নীলনকশার মাধ্যমে ‘হ্যাঁ’ ভোট জেতানোর চেষ্টা করা হলে তা গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের সব প্রচেষ্টা ও প্রত্যাশাকে বিনষ্ট করবে।
সমাবেশে সংগঠনের সভাপতি কে. এম. রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ পরিষদের সভাপতি গিয়াসউদ্দিন খোকন, ন্যাশনাল লেবার পার্টির মুখপাত্র মো. শরিফুল ইসলাম, সমবায় দলের নেতা শাহ আলম বাবলু প্রমুখ।

‘ঢাকা লকডাউন’ ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলে জড়িতের কারণে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ৪৪ নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে।
৫ মিনিট আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক সংকটের প্রেক্ষিতে সৃষ্ট বৈশ্বিক বাণিজ্য অস্থিতিশীলতা, আভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, উচ্চ মূল্যস্ফীতিসহ নানান প্রতিবন্ধকতা সত্ত্বেও অসাধারণ ব্যবসায়িক সাফল্য দেখাচ্ছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
১০ মিনিট আগে
বৃহস্পতিবার প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান ও সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠান সেমস-গ্লোবাল, ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার ড. মোহাম্মদ গিয়াসউদ্দিন
১ ঘণ্টা আগে
চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রযুক্তি নির্ভর জ্ঞানসমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের “শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প” নতুন দিগন্ত উন্মোচন করেছে। এ উদ্যোগের অংশ হিসেবে শুরু হওয়া প্রশিক্ষণ কার্যক্রমের (প্রথম ব্যাচ) এর সমাপনী হয়েছে।
২ ঘণ্টা আগে