আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইশরাককে মেয়র ঘোষণায় আইনের মতামত চেয়ে মন্ত্রণালয়ে ইসির চিঠি

স্টাফ রিপোর্টার

ইশরাককে মেয়র ঘোষণায় আইনের মতামত চেয়ে মন্ত্রণালয়ে ইসির চিঠি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে সাবেক সিটি মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ও বিএনপি নেতা ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণায় আইনের মতামত চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

মঙ্গলবার আইন মন্ত্রণালয়ে এ চিঠি পাঠায়। তথ্যটি নিশ্চিত করেন ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ।

গত ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে কারচুপি ও পুনরায় ভোটের দাবিতে করা মামলায় সাবেক মেয়র ফজলে নূর তাপসের ফলাফল বাতিল করে বিএনপি দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করে গত (২৭ মার্চ) রায় দেন নির্বাচনি ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম।

ওই বছরের পহেলা ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। দুই সিটির সব কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট গ্রহণ হয়। নির্বাচনে দক্ষিণ সিটির ১ হাজার ১৫০টি কেন্দ্রের মধ্যে সব কটি কেন্দ্রের ফলাফলে শেখ ফজলে নূর পান ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ইশরাক হোসেন পান ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট। পরে নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ তোলেন ইশরাক হোসেন।

গত ৩ মার্চ ওই নির্বাচনের ফল বাতিল চেয়ে নির্বাচনি ট্রাইব্যুনালে দায়িপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ উৎপল ভট্টাচার্যের আদালতে মামলা করেন ইশরাক হোসেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন