রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি ফ্ল্যাট থেকে ফাতেমা আক্তার নিলি (১৭) নামের এক স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকেলে দক্ষিন বনশ্রী মেইন রোডের এল ব্লকের ২/১ নম্বর (প্রীতম ভিলা) বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ফাতেমা আক্তার নিলি হবিগঞ্জের লাখাই থানাধীন বামৈ গ্রামের সজিব মিয়ার মেয়ে। সে বনশ্রীর রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণিতে পড়ত।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, বিকেলে খবর পেয়ে পুলিশ ওই বাসায় গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড।
তিনি আরো জানান, দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে যেকোনো সময় ওই তরুণীকে হত্যা করা হয়ে থাকতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

