অজ্ঞান পার্টির কবলে ব্যবসায়ী, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২০: ০৯

রাজধানীতে যাত্রীবাহী বাসে অজ্ঞান পার্টির কবলে পড়ে অচেতন হওয়া ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের নাম মো. মোখলেসুর রহমান (৪০)। তিনি একজন কাপড় ব্যবসায়ী। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে যাত্রাবাড়ী এলাকায় অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়েন তিনি।

মৃতের বিয়াই নাজির মোল্লা বলেন, মোখলেসুর পেশায় কাপড় ব্যবসায়ী। নড়াইল থেকে ঢাকায় মালামাল ক্রয়ের জন্য আসছিলেন। আমাকে সঙ্গে নিয়ে নাজির মোল্লা যাত্রাবাড়ীতে গাড়ি থেকে নেমে যান। সেখান থেকে তিনি একা অন্য একটি গাড়িতে উঠে মাধবপুর যাচ্ছিলেন কাপড় কিনতে।

বিজ্ঞাপন

যাত্রাবাড়ী থেকে গাড়ি ছাড়ার পর পরই গাড়ির মধ্যে হকার চলন্ত বাসে আচার বিক্রি করতে উঠেন। তখন তার কাছ থেকে মোখলেছুর আচার ক্রয় করে খেতে থাকে। তার পর ওই ব্যক্তির কাছ থেকে আবার পানি খায়। তারপর সে অসুস্থ বোধ করে অচেতন হয়ে পড়েন।

এর মধ্যে ওই হকার নেমে যায়। পরে চালককে বলে গাড়ি থামিয়ে মোখলেসুরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সাড়ে এগারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর একটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাজির মোল্লা আরো বলেন, মোকলেসের কাছে থাকা ৫০ হাজার টাকা পাওয়া যায়নি। ধারণা করছেন অজ্ঞান পার্টি সদস্যরা তার কাছে থাকা ৫০ হাজার টাকা নিয়ে গেছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। মৃত মোখলেসুর নড়াইল জেলার লোহগড়া থানার হানদোলা গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত