আন্দোলনের নামে সড়ক অবরোধে রাজধানীতে যানজট, ডিএমপির দুঃখ প্রকাশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১৩: ১৭
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১৩: ১৯

রাজধানীতে একযোগে কয়েকটি সংগঠনের আন্দোলনের কারণে রোববার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সড়ক অবরোধের ফলে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়, এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। তার জন্য দুঃখ প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বিজ্ঞাপন

ডিএমপি জানায়, সকাল থেকেই বিভিন্ন দাবিতে কয়েকটি সংগঠন রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নেয়। এর মধ্যে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট এমপিওভুক্তির দাবি জানায়, প্রতিবন্ধী বিদ্যালয় ও নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তকরণের দাবিতে আন্দোলন চলে জাতীয় প্রেসক্লাবের সামনে। এছাড়া চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট এবং ৪৩তম বিসিএসের নন-ক্যাডার উত্তীর্ণরাও সড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেন।

এসব আন্দোলনের ফলে একাধিক সড়কে যানবাহনের গতি সম্পূর্ণভাবে থেমে যায়। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় দীর্ঘ যানজট ও ব্যাপক জনদুর্ভোগ দেখা দেয়।

ডিএমপি জানায়, তারা যান চলাচল স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে যানজট বৃদ্ধি পাওয়ায় জনসাধারণের যে ভোগান্তি সৃষ্টি হয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

ডিএমপি মিডিয়া ও জনসংযোগ বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও যান চলাচল স্বাভাবিক করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত