ইমামদের জন্য রাষ্ট্রীয়ভাবে ভাতার দাবি জাতীয় ইমাম পরিষদের

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১৮: ১৮

আর্থিক স্বচ্ছলতা থাকলে ইমামদের গোলাম নয় সমাজের নেতা হিসেবে স্বীকৃত হবে। রাষ্ট্রীয়ভাবে ইমামদের ভাতা দেওয়ার ব্যবস্থা করার দাবিও করেন জাতীয় ইমাম পরিষদ।

বৃহস্পতিবার জাতীয় প্রসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় ইমাম পরিষদের উদ্যোগে "কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা" শীর্ষক আলোচনা সভায় বক্তারা এই দাবি করেন তারা।

বিজ্ঞাপন

বক্তারা বলেন আদর্শ সমাজ ও কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা অপরিহার্য। দেশ ও দেশের জনগণের কল্যাণে ইমাম সমাজ যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তা খুবই প্রশংসনীয়। ইমাম ও খতিবগণ জুমুআর খুতবায় যেমনিভাবে নামাজ, রোজা, হজ ও যাকাত সম্পর্কে আলোচনা করেন , তেমনিভাবে সুদ, ঘুষ, দুর্নীতি, চুরি, ডাকাতি, চাঁদাবাজি ইত্যাদি সামাজিক অপরাধ সম্পর্কেও জনগণকে সচেতন করে তুলেন।

ইমামগণ ধর্মীয় ও নৈতিক বিষয়ে নির্দেশনা দেন, সমাজে বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরে কোরআন-হাদিসের আলোকে এর সমাধান জাতি সামনে তুলে ধরেন।

মুসল্লিদের হালাল-হারাম ও আখেরাতের কথা বলে মানুষকে অপরাধ থেকে দূরে রাখার চেষ্টা করেন, মাদকাসক্তি দূর, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে বলিষ্ঠ ভূমিকা রাখেন। সমাজ থেকে নিরক্ষরতা দূরি করনে প্রতিটা মসজিদে সকালের মক্তব পরিচালনা করে।

জাতীয় ইমাম পরিষদের সভাপতি মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়ার সভাপতিত্বে ও মহাসচিব মুফতি আ ফ ম আকরাম হোসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ও খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাশেমী, হেফাজতে ইসলাম বাংলাদেশের  নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. আব্দুর রহমান,  মুফতি মুজিবুর রহমান হামিদী, মাওলানা এনামুল হক মুসা প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত