আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লালবাগে ব্যাংক কর্মকর্তার গলাকাটা লাশ উদ্ধার, স্ত্রী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

স্টাফ রিপোর্টার

লালবাগে ব্যাংক কর্মকর্তার গলাকাটা লাশ উদ্ধার, স্ত্রী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ
প্রতীকী ছবি

রাজধানীর লালবাগের একটি বাসা থেকে নজরুল ইসলাম (৪৩) নামে এক ব্যাংক কর্মকর্তার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তার স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে।

বিজ্ঞাপন

শুক্রবার বিকেলে খবর পেয়ে লালবাগ থানার পুলিশ আরএনডি রোডের জমজম টাওয়ারের পঞ্চম তলায় ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে। পরে রাত ১২টার দিকে লাশটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীষ তালুকদার।

নিহত নজরুল ইসলামের বাড়ি খুলনার আড়ংঘাটা উপজেলার তেলিগাতী গ্রামে। তিনি স্ট্যান্ডার্ড ব্যাংকের ইমামগঞ্জ শাখায় হিসাব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের বড় ভাই নুরুল ইসলাম জানান, নজরুল তার স্ত্রী সায়মা বেগম লোভা, শাশুড়ি, বৃদ্ধা মা নুর জাহান বেগম এবং দুই সন্তানকে নিয়ে ওই ফ্ল্যাটে বসবাস করতেন। নুরুলের অভিযোগ, শুক্রবার বিকেলে নজরুল বিশ্রাম নেওয়ার সময় স্ত্রী রুমে ঢুকে দরজা বন্ধ করে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন।

তিনি বলেন, “ভাই বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে। আহত অবস্থায় দরজা খুলে বের হয়ে মাকে বলছিল, ‘মা, বটি ধরো।’ তখনও বটি ছিল তার স্ত্রীর হাতে। শাশুড়িও ঘটনাটিতে জড়িত ছিলেন।” নুরুল ইসলাম দাবি করেন, ‘এটি পরিকল্পিত হত্যাকাণ্ড’।

লালবাগ থানার এসআই দেবাশীষ তালুকদার জানান, লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন