আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আবুল সরকারের শাস্তি দাবিতে নবজাগরণ শিল্পীগোষ্ঠীর মানববন্ধন

স্টাফ রিপোর্টার

আবুল সরকারের শাস্তি দাবিতে নবজাগরণ শিল্পীগোষ্ঠীর মানববন্ধন

মহান আল্লাহকে নিয়ে বাউল শিল্পী আবুল সরকার কটূক্তির প্রতিবাদ ও তার শাস্তি দাবিতে মানববন্ধন করেছে জাতীয় সাংস্কৃতিক সংগঠন নবজাগরণ শিল্পীগোষ্ঠী।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাফেজ মাহমুদুল হক হাফিজ্জী।

বিজ্ঞাপন

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তরুণ ধর্মীয় আলোচক মাওলানা মীর্জা ইয়াসীন আরাফাত বলেন, বাউল আবুল সরকার ক্ষমা অযোগ্য অপরাধ করেছেন। অনতিবিলম্বে তাকে এবং অন্য সহযোগীদের তওবা করতে হবে। মুসলিম তৌহিদি জনতার কাছে তাদেরকে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে।

তিনি আরো বলেন, আল্লাহ সুবহানাহুওয়া তা'য়ালা ও তার প্রেরিত রাসূল হযরত মুহাম্মদ মোস্তফা (সা.) এবং সাহাবা কেরাম ও প্রকৃত অলিগনের বিরুদ্ধে যারা বেয়াদবি করবে প্রত্যেকের বিরুদ্ধেই প্রতিবাদ ও আন্দোলন চলমান থাকবে ইনশাআল্লাহ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন