আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শীতের সকালেও খালেদা জিয়ার কবর জিয়ারতে সাধারণ মানুষের ভিড়

স্টাফ রিপোর্টার

শীতের সকালেও খালেদা জিয়ার কবর জিয়ারতে সাধারণ মানুষের ভিড়

ঘন কুয়াশা আর হিমশীতল আবহাওয়ার মধ্যেও বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে সাধারণ মানুষের ঢল নেমেছে। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ফজরের নামাজের পর থেকেই মানুষ কবর জিয়ারতে ছুটে আসছে। পুরুষদের পাশাপাশি নারী ও শিশুর উপস্থিতিও চোখে পড়ছে।

বিজ্ঞাপন

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে গিয়ে দেখা যায় শত শত মানুষের ভিড়। গত কয়েক দিন ধরে এখানেই শায়িত রয়েছেন মরহুমা খালেদা জিয়া। শীত উপেক্ষা করে পরিবার-পরিজন নিয়ে মানুষ তার কবর জিয়ারত করছেন, সূরা পাঠ ও দোয়া-দরুদের মাধ্যমে মহান আল্লাহর কাছে তার মাগফিরাত কামনা করছেন। দেশ ও জাতির জন্য তার অবদান স্মরণ করে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

জিয়ারতকারীদের মধ্যে ছিলেন বেসরকারি চাকরিজীবী নাজমুল। তিনি পাঁচ বছরের কন্যা ওয়ানিয়া ও স্ত্রীকে সঙ্গে নিয়ে কবর জিয়ারতে আসেন। দোয়া শেষে তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন। তিনি আলেম-ওলামাদের ভালোবাসতেন এবং তাদের সম্মানে বিভিন্ন উদ্যোগ নিতেন। এসব কারণেই পরিবারের সবাইকে নিয়ে তার জন্য দোয়া করতে এসেছি।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন