আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মোহাম্মদপুর ও আদাবরে বিশেষ অভিযানে ১৭ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

মোহাম্মদপুর ও আদাবরে বিশেষ অভিযানে ১৭ জন গ্রেপ্তার

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)'র মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো-জাবির (২৫), মিঠু (১৯), আদর (২২), আনন (১৮), নয়ন (২০), হৃদয় (২৬), মেহেদী হাসান (২১), আল আমিন (২১), দিগন্ত (২২), জুয়েল(২৭), রায়হান (১৯), মনির (২৯), শাহীন (৩৫)। এ সময় তাদের কাছ থেকে ২কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অন্যদিকে আদাবর থানা সূত্রে জানা যায়, একই দিন থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো-মো. মামুন অর রশিদ ওরফে আবির (৩৫), কাজী মো. জায়েদ (৩২), মো. ইউনুছ (২২), মো. রুস্তম আলী (৫০)। এসময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

উভয় থানা সূত্রে আরো জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন