আলোচনার জন্য সচিবালয়ে সাত কলেজের ২৩ প্রতিনিধি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১৬: ১২

সাত কলেজকে সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবস্থান কর্মসূচীর মধ্যে অধ্যাদেশ দেওয়ার নির্দিষ্ট তারিখ ও বিশ্ববিদ্যালয়ের মডেল নিয়ে আলোচনা করতে সচিবালয়ে প্রবেশ করেন সাত কলেজের ২৩ প্রতিনিধি।

বিজ্ঞাপন

সোমবার বিকাল ৩:৪৫ মিনিটে শিক্ষাভবনের সামনে পুলিশের সাথে সচিবালয়ে প্রবেশ করেন প্রতিনিধিরা।

প্রতিনিধিদের মধ্যে ঢাকা কলেজের আজিজুর রহমান পাভেল, ফরহাদ, ইডেন কলেজের সাদিয়া আক্তার মৌ, স্মৃতি, বদরুন্নেসার ইমু তরফদার, সোহরাওয়ার্দী কলেজের সাবিনাসহ আন্দোলরত শিক্ষার্থীদের পক্ষ থেকে ২৩ জন প্রতিনিধিকে আলোচনার জন্য পাঠানো হয়।

শিক্ষার্থীদের একটি সূত্র থেকে জানা যায়, আলোচনার ভিত্তিতে তারা পরবর্তী কর্মসূচী নির্ধারণ করবে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ঢাকার সরকারি সাত কলেজ ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, তিতুমীর কলেজ, বাংলা কলেজ, সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ঢাবির অধিভুক্তি বাতিল করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করে আসছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত