গুজব ছড়ানোর অভিযোগে আওয়ামী আইনজীবী গ্রেপ্তার

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০০: ৪১

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক আইনজীবী আহসান হাবিব ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ভোরে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।

বিজ্ঞাপন

শুনানি শেষে আহসান হাবিবকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। তিনি আওয়ামী লীগ নেতা এমএ সাত্তার ভূঁইয়ার ছেলে।

এ বিষয়ে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর আমার দেশকে জানান, গত ১৩ সেপ্টেম্বর দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত