রাজধানীতে বিদ্যুৎস্পর্শে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০১ মে ২০২৫, ২১: ২৩

রাজধানীর গুলশান শাহজাদপুরে বিদ্যুৎস্পর্শে লাবিবা ইসলাম জান্নাত (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে স্থানীয় একটি মাদ্রাসায় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে ভাড়া বাসায় এ ঘটনাটি ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পড়ে সেখান থেকে বিকাল সাড়ে চারটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মৃতের চাচা সাব্বির আল মামুন বলেন, পাঁচ তলা বাড়ির তৃতীয় তলা ভাড়া বাসায় আজ বাসাটি আমরা চেঞ্জ করব। সবাই মালামাল গোছানোর কাজে ব্যস্ত এ সময় বিকেলে জান্নাত বাসার জানালায় হাত দিলে জানালার বাহিরে বৈদ্যুতিক তারের সংস্পর্শে হাত টান দিয়ে জানালার বাহিরে নিয়ে যায় কিছুক্ষণ পর ছেড়ে দিলে ফ্লোরে পড়ে যায়। ফ্লোরে পড়ার শব্দ শুনে পাশের রুমে থাকা পরিবারের সবাই অচেতন অবস্থায় দেখতে পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে বিকেলে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

জানা গেছে, টাঙ্গাইল কালিহাতী উপজেলার পসরা গ্রামের আব্দুল্লাহ্ আল মামুন এর মেয়ে জান্নাত। বর্তমানে শাহজাদপুর ক ১৪/ ১ আব্দুল মান্নান মিয়ার পঞ্চম তলা বাড়ির তৃতীয় তলায় ভাড়া বাসায় পরিবারের সাথে থাকতো। দুই বোনের মধ্যে সে ছিল বড়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত