আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

কার্গো হাউসে অগ্নিকাণ্ডে সরানো হচ্ছে রাসায়নিক গুদাম

কবিতা

কার্গো হাউসে অগ্নিকাণ্ডে সরানো হচ্ছে রাসায়নিক গুদাম
ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো হাউস থেকে সব ধরনের রাসায়নিক গুদাম বাইরে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হচ্ছে। দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ সিদ্ধান্ত নিয়েছে। গত বছর কার্গো হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, পুড়ে যায় ৯০০ কোটি টাকার পণ্য।

জানা গেছে, টার্মিনাল এলাকার ভেতরে থাকা এসব গুদাম বিমান চলাচল, যাত্রী নিরাপত্তা ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনার জন্য ঝুঁকিপূর্ণ—এমন মূল্যায়নের ভিত্তিতেই কর্তৃপক্ষ এগুলো স্থানান্তরের পথে এগোচ্ছে। এটি বাস্তবায়নের জন্য আগামী ২৪ জানুয়ারি সব সংস্থার সমন্বয়ে সভা আহ্বান করা হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র জানায়, কার্গো হাউসে অগ্নিকাণ্ডের পর বিভিন্ন সংস্থা তদন্ত প্রতিবেদন দাখিল করে। সেসব প্রতিবেদনে রাসায়নিক গুদাম নিরাপদ দূরত্বে সরানোর সুপারিশ করা হয়েছে। বেবিচক গঠিত কমিটি প্রতিবেদনগুলো পর্যালোচনা করে একটি প্রতিবেদন জমা দিয়েছে। ওই প্রতিবেদন নিয়ে গত ৪ ডিসেম্বর বেবিচক চেয়ারম্যানের সভাপতিত্বে চেয়ারম্যানের সচিবালয়ে পর্যালোচনামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিদ্ধান্ত হয়, শাহজালাল বিমানবন্দরের টার্মিনাল এলাকা থেকে নিরাপদ দূরত্বে কার্গো গুদাম স্থানান্তরের জন্য বিদ্যমান প্রস্তাবের পাশাপাশি আরো দুটি বিকল্প স্থান চিহ্নিত করে সুপারিশ দিতে হবে। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে নতুন বিকল্প স্থান নির্ধারণ ও প্রস্তাব চূড়ান্ত করতে এ সভা আহ্বান করা হয়েছে। সভায় বিমানবন্দর-সংশ্লিষ্ট সব সংস্থার প্রতিনিধিকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

বেবিচক ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা মনে করছেন, যাত্রী টার্মিনালের নিকটবর্তী এলাকায় রাসায়নিক ও বিপজ্জনক কার্গো সংরক্ষণ আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ডের সঙ্গে সাংঘর্ষিক। যেকোনো দুর্ঘটনায় বিমান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বড় ধরনের প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতির ঝুঁকি রয়েছে। এ কারণে গুদামটি বিমানবন্দরের অপারেশনাল এলাকা থেকে দূরে, নিয়ন্ত্রিত ও তুলনামূলক নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

কমিটির আসন্ন সভায় প্রস্তাবিত বিকল্প স্থানগুলোর নিরাপত্তা, যোগাযোগব্যবস্থা, কার্গো পরিবহন সুবিধা ও আন্তর্জাতিক মানদণ্ড পর্যালোচনা করা হবে। বিমানবন্দর সংশ্লিষ্টদের মতে, এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক নিরাপত্তাব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে এবং ভবিষ্যতে অগ্নিকাণ্ডের ঝুঁকি কমানো সম্ভব হবে।

বেবিচকের সদস্য (পরিচালক ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান আমার দেশকে জানান, শাহজালাল বিমানবন্দর থেকে রাসায়নিক গুদাম সরানোর লক্ষ্যে সভা আহ্বান করা হয়েছে। এতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। তারা রাসায়নিক গোডাউন বাইরে স্থানান্তরের জন্য দুটি জায়গা নির্ধারণ করবেন। তারপর সেখানে দ্রুত অবকাঠামোগত রূপ দেওয়া হবে। আমরা চাই এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...