আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিশ্ব ইজতেমায় হাফেজ্জী চ্যারিটেবলের ফ্রি মেডিকেল ক্যাম্প

স্টাফ রিপোর্টার
বিশ্ব ইজতেমায় হাফেজ্জী চ্যারিটেবলের ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রতি বছরের মত এবারও বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের সেবায় মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে সরকার নিবন্ধিত সেবা সংস্থা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। সংস্থাটি এবার অন্তত ১৫ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার টার্গেট নিয়ে কাজ করেছে।

বিজ্ঞাপন

সংস্থার সহ সভাপতি ও খিদমাহ হাসপাতালের নাক, কান, গলা বিভাগের সিনিয়র সার্জন ডা. মো: মশিউর রহমান ও বাংলাদেশ আই হসপিটালের ডিরেক্টর ডা. মাসুদ হাশমির নেতৃত্বে ৩৫ সদস্যের একটি মেডিকেল টিম সার্বক্ষণিক চিকিৎসা সহায়তা দিচ্ছে। তাদের রয়েছে ৪৮ গ্রুপের ১১০ আইটেমের ঔষধ। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ক্যাম্পে এখন পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন কয়েক হাজার রোগী।

তিনি জানান, ইজতেমায় আগত মুসল্লিরা সাধারণত বদহজম, জ্বর, ঠান্ডা, এলার্জি ও ব্যাথায় ভুগছেন। কারও অবস্থা গুরুতর হলে আমরা নিজস্ব অ্যাম্বুলেন্সে করে বিভিন্ন হাসপাতালে নেয়ার ব্যবস্থা করছি। আশেপাশের ক্যাম্পগুলোর জটিল রোগী ডাক্তাররা হাফেজ্জী চ্যারিটেবলে রেফার করছে বলেও জানা যায়।

সংস্থাটির মহাপরিচালক নওমুসলিম মুহাম্মাদ রাজ জানান, এবারে মেডিকেল ক্যাম্প একটু ভেতরের দিকে হওয়ার রোগীদের চিনতে কষ্ট হচ্ছে, অনেকে খুঁজে না পেয়ে ফিরেও যাচ্ছে। আগের মত সড়কের পাশে ক্যাম্প নিয়ে যেতে কতৃপক্ষের কাছে অনুরোধ জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন