আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজধানীতে ঘরে বসে জিডি করবেন যেভাবে

স্টাফ রিপোর্টার
রাজধানীতে ঘরে বসে জিডি করবেন যেভাবে

পুলিশি সেবা নগরবাসীর দোরগোড়ায় পৌঁছতে ডিএমপির ৫০টি থানায় শুরু হয়েছে ঘরে বসেই অনলাইনে জিডি সেবা। পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে ঘরে বসেই সকল ধরনের জিডি অনলাইনে করার সুবিধা চালু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ইতোপূর্বে অনলাইনে শুধুমাত্র হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যেত। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ (Online GD) অ্যাপ ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করে এ সেবা পাওয়া যাবে। এক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। ঢাকা মহানগর পুলিশ জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা দ্রুততম সময়ে ও সহজে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিজ্ঞাপন

অনলাইন জিডি করার বিস্তারিত নিয়ম

গুগল প্লে স্টোর হতে ‘অনলাইন জিডি’ (Online GD) অ্যাপ ডাউনলোড অথবা অনলাইন জিডি পোর্টালে (gd.police.gov.bd) গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করুন। নিবন্ধন সম্পন্ন করার পর, পোর্টালে লগ ইন করুন। "নতুন জিডি আবেদন" বা এই ধরনের অপশনটিতে ক্লিক করুন। যে বিষয়ে জিডি করতে চান, তার উপর ভিত্তি করে প্রয়োজনীয় তথ্য যেমন- বিবরণ, স্থান, তারিখ ইত্যাদি পূরণ করুন। যদি কোনো জিনিস হারিয়ে গিয়ে থাকে, তার বিবরণ এবং শেষ কোথায় দেখা গেছে, তার তথ্য দিন। ছবি বা অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট থাকলে আপলোড করুন। আবেদনপত্রটি ভালোভাবে দেখে, “জমা দিন” বাটনে ক্লিক করে আবেদন জমা দিন। আপনার জিডির সর্বশেষ অবস্থা পোর্টালে লগ ইন করে জানতে পারবেন। জিডি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য, তদন্তকারী অফিসারের সাথে যোগাযোগ করতে পারবেন।

অনলাইন জিডি করার জন্য কোনো ফি লাগে না। হারিয়ে যাওয়া জিনিস বা ঘটনার বিবরণ স্পষ্টভাবে উল্লেখ করুন। আপনার মোবাইল নম্বর এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য সঠিক দিন, যা পরবর্তীতে যোগাযোগের জন্য প্রয়োজন হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন