হাইকোর্টের সামনে কারিগরি শিক্ষার্থীদের অবস্থান

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৫, ১২: ২৩
হাইকোর্ট গেটে শিক্ষার্থীরা

ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি মামলার রায় বাতিলের দাবিতে হাইকোর্টের প্রধান গেটের সামনে অবস্থান নিয়েছেন কারিগরি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

রোববার সকাল সাড়ে ১০টায় সেখানে অবস্থান নেন তারা। আন্দোলনকারী শিক্ষার্থী হাবিব জানান, আজ হাইকোর্টে শুনানি হওয়ার কথা। শুনানি শেষ না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান চলবে।

এর আগে শনিবার সংবাদ সম্মেলন করে রোববার সারা দেশে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

কর্মসূচি অনুযায়ী ঢাকার সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা হাইকোর্টের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন। একই সঙ্গে সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নিজ ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করবেন বলে জানানো হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত