ডিএসসিসির নতুন প্রশাসক মাহমুদুলের যোগদান

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১০: ৫৮

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নতুন প্রশাসক হিসেবে যোগদান করেছেন মাহমুদুল হাসান। মঙ্গলবার সকালে ডিএসসিসি কার্যালয়ে এসে তিনি যোগদান করেন।

এর আগে সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখার যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগের বিষয়টি জানানো হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন মো. মাহমুদুল হাসান।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ধারা ২৫ ক (৩) অনুযায়ী, মাহমুদুল হাসান ডিএসসিসির মেয়রের দায়িত্ব ও ক্ষমতা পালন করবেন। তিনি তার বর্তমান দায়িত্বের পাশাপাশি এই পদে কাজ করবেন এবং নিয়ম অনুযায়ী দায়িত্ব ভাতা পাবেন।

গত ২৯ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়াকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়।

এদিকে মঙ্গলবার সকালে ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আসলাম মোল্লা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত