রাজধানীতে জাতীয় ক্যালিগ্রাফি আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ২০: ৫৫

তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে দেশের সর্ববৃহৎ জাতীয় ক্যালিগ্রাফি আর্ট প্রতিযোগিতা-২০২৫। শনিবার সাফা ক্যালিগ্রাফি ইনিস্টিউট অব বাংলাদেশের ধানমণ্ডি ব্রাঞ্চের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তিন ক্যাটাগরি থেকে সর্বমোট নয়জনকে পুরস্কৃত করা হয়েছে।

এসময় মুফতী শাঈখ মুহাম্মাদ উছমান গনী বলেন, সাফা ক্যালিগ্রাফী ইনস্টিটিউট তৃণমূল পর্যায়ে আরবী, বাংলা ও ইংরেজিসহ বিভিন্ন ভাষায় ক্যালিগ্রাফী চর্চায় অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে। সাফা ক্যালিগ্রাফী ইনস্টিটিউট এখন বাংলাদেশের ইতিহাসের অংশ। জুলাই-আগস্ট বিপ্লবে গ্রাফিতির অসাধারণ দৃশ্যমান ভূমিকায় ছিলো সাফা ক্যালিগ্রাফী ইনস্টিটিউট।

বিজ্ঞাপন

তিনি বলেন, শিশুদের সুকুমার বৃত্তি বিকাশে ক্যালিগ্রাফী বিশেষ ভূমিকা পালন করে। শিশুদের মোবাইল আসক্তি ও মাদকাসক্তি ইত্যাদি থেকে রক্ষায় ক্যালিগ্রাফী চর্চা বিরাট প্রভাব ফেলতে পারে। সৌখিন ও পেশাদার ক্যালিগ্রাফারগণ মনোরঞ্জন, ব্যক্তিত্বের প্রকাশ ও সম্মানজনকভাবে হালাল অর্থও উপার্জন করতে পারবেন।

জুনিয়র ক্যাটাগরি: প্রথম স্থান-ফাতেমা কানিজ সজিদা, দ্বিতীয় স্থান-মেহজাবিন রহমান ও তৃতীয় স্থান-সুমাইয়া সারওয়াত; সিনিয়র ক্যাটাগরি: প্রথম স্থান-নওশীন জাহরা সুবহা, দ্বিতীয় স্থান-মো. নজরুল ইসলাম ও তৃতীয় স্থান-মনতাজার হাসান; প্রফেশনাল ক্যাটাগরি: প্রথম স্থান-মুনিরা মুমতাহিনা, দ্বিতীয় স্থান-তাসরিন সুলতানা আনিকা ও তৃতীয় স্থান-ইফতেখারুল আলম ত্ব-য়াহা।

বিচারক মণ্ডলী ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য চিত্রশিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা অনুষদের সাবেক চেয়ারম্যান ড. আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চারু শিল্পী পরিষদের সভাপতি ইবরাহীম মন্ডল, জাতীয় হ্যান্ড রাইটিং এসোসিয়েশনের সভাপতি খুরশিদ আলম ভুঁইয়া, মেজর মানজুরুল কবীর চৌধুরী, ঢাকা আহসানিয়া ইনস্টিটিউট অব সুফিজমের পরিচালক অধ্যাপক মুফতী শাইখ মুহাম্মাদ উছমান গনী, ডা. এম এইচ মোস্তফা কামাল, মোহাম্মদ বদরুল হক, সাফা ক্যালিগ্রাফি ইনিস্টিউটের সম্মানিত সহকারী পরিচালক মাহমুদা সাইফ সাদেকা, ক্যালিগ্রাফি শিল্পী সাইফুল্লাহ সাফা প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত