আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাতিরঝিলে প্রকাশ্যে ছিনতাই, ছুরিকাঘাতে একজন আহত

স্টাফ রিপোর্টার

হাতিরঝিলে প্রকাশ্যে ছিনতাই, ছুরিকাঘাতে একজন আহত
ছবি: সংগৃহীত।

রাজধানীর হাতিরঝিলের মীরবাগে দিনে-দুপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. তুষার মিয়া (২৫) নামের এক ইন্টারনেট মিস্ত্রি আহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে।

আহত তুষার মিয়ার বরাত দিয়ে হাতিরঝিল থানার কনস্টেবল সোকানোর জানান, বিকেলে কাজের প্রয়োজনে একটি দোকানে যাচ্ছিলেন তিনি। মীরবাগ এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা ২-৩ জন ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সঙ্গে থাকা ১৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। ঘটনার পরপরই পথচারীরা পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।

বিজ্ঞাপন

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ওই যুবককে হাসপাতালে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট হাতিরঝিল থানা পুলিশকে অবগত করা হয়েছে।

আহত তুষার মিয়ার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার তিশাবপুর গ্রামে। তার বাবার নাম মৃত সুলতান মিয়া। তিনি বর্তমানে মীরবাগ এলাকায় থাকেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন