রামপুরার সিএনজি গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ০৯: ৪০

রাজধানীর রামপুরায় সিএনজি ও অটো রিক্সার গ্যারেজে আগুন লাগার এক ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬ ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার সকাল সাড়ে ৫টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস এর ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, সকাল সাড়ে ছয়টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ৫ টা ৩৬ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

পর্যায়ক্রমে খিলগাঁও,বারিধারা, তেজগাঁও ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৬টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।

আগুনে কোন ধরনের হতাহতের খবর নেই। তবে ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মকর্তা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত