আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মোহাম্মদপুরে ছিনতাইকালে গণপিটুনিতে একজন নিহত

স্টাফ রিপোর্টার

মোহাম্মদপুরে ছিনতাইকালে গণপিটুনিতে একজন নিহত

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে সাজ্জাদ হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার বসিলার আরাম মডেল টাউন এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় একটি চাপাতি ও ভাঙচুর করা একটি সিএনজি জব্দ করে পুলিশ। পুলিশ জানায়, কয়েকদিন ধরে ওই এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটছে।

বিজ্ঞাপন

মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিকুল আহমেদ আমার দেশকে জানান, ছিনতাইয়ের সময় উত্তেজিত জনতা সাজ্জাদকে ধরে ফেলে এবং বেধড়ক মারধর করে। খবর পেয়ে পুলিশের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। এরপর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহতের ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন