রাজধানীতে ছিনতাইকারীর গুলিতে যুবক আহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ২০: ০৫

রাজধানীর খিলগাঁও বনশ্রী তিতাস রোডে ছিনতাইকারীর গুলিতে নাফিজ আজিজ সিদ্দিক (৩৩) নামের এক যুবক আহত। তিনি ফার্মা সিটিক্যাল চাকরি করেন। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে খিলগাঁও বনশ্রী নন্দীপাড়া তিতাস রোড এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহতের বাবা আবু বক্কর সিদ্দিক বলেন, নাফিজ একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে রাতে তার এক বসের আম্মা মারা যাওয়ায় বাসাবোতে গিয়েছিল সেখান থেকে তার এক বন্ধুকে যাত্রাবাড়ীতে মোটরসাইকেলে করে নামিয়ে দিয়ে বাসায় ফিরার পথে অজ্ঞাতনামা ছিনতাইকারীরা ৩ জন তার পথরোধ করে তার ব্যবহৃত একটি হোন্ডা হর্নেট মোটরসাইকেল ২ টি মোবাইল এবং মানিব্যাগ জোরপূর্বক নিয়ে যাওয়ার সময় বাধা দিলে তাকে বাম পায়ে গুলি করে আহত করে। পরে খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে বনশ্রী ফরাজী হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ভোররাত সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন আহত যুবক বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। আহত নাফিজ বনশ্রী নন্দীপাড়া তিতাস রোড এলাকায় পরিবারের সাথে থাকেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত