মানিকগঞ্জ-১ (বিঝার–দৌলতপুর–শ্রীনগর) আসনে আগাম নির্বাচনকে সামনে রেখে যোগ্য, সৎ ও তৃণমূলভিত্তিক নেতৃত্বকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন আকবর হোসেন বাবলু । এলাকায় চাঁদাবাজ, দখলবাজ বা বিতর্কিত কাউকে মনোনয়ন দিলে জনগণের কাছে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে এবং তা নির্বাচনী ফলাফলেও প্রভাব ফেলতে পারে।
সোমবার জাতীয় প্রেসক্লাবে মানিকগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী খন্দকার আকবর হোসেন বাবলু সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
বিএনপির প্রয়াত মহাসচিবের ছেলে খন্দকার আকবর হোসেন বাবলু বলেন, দলীয় আন্দোলন-সংগ্রামে যাদের ভূমিকা নেই, যারা জনগণের সঙ্গে যুক্ত নয়, যাদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে, তাদের মনোনয়ন দেওয়া হলে তৃণমূল কর্মীদের মনোবল ভেঙে যাবে।
বিগত বছরগুলোতে বিএনপির কর্মীরা মামলা-হামলা, নির্যাতন ও গ্রেপ্তার-সন্ত্রাসের মাঝেও দলকে টিকিয়ে রেখেছেন। অথচ মনোনয়নের ক্ষেত্রে অনেক সময় ত্যাগী নেতৃত্বের মূল্যায়ণ হয় না।
সংবাদ সম্মেলনে বাবলু দাবি করেন, মনিকগঞ্জ-১ আসনটি বিএনপির জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক এলাকা। এখানে কৃষক, শ্রমিক, মধ্যবিত্তসহ সাধারণ মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা দিন দিন বেড়েছে। মানুষ শান্তিপূর্ণ, সৎ ও যোগ্য নেতৃত্ব চায়। তাই কোনোভাবেই অপরাধী বা বিতর্কিত কারও হাতে এই আসনের দায়িত্ব তুলে দেওয়া উচিত নয়।
মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এই সদস্য নীতিনির্ধারণী কমিটিকে আহ্বান জানিয়ে বলেন, মনোনয়ন প্রদানের ক্ষেত্রে তৃণমূলের মতামত, জনপ্রিয়তা, ত্যাগ-সংগ্রাম এবং জনগণের সঙ্গে সংযোগকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যান্য স্থানীয় নেতারাও একই দাবি জানান। তারা বলেন, সঠিক মনোনয়নই পারে মানিকগঞ্জ-১ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে।
শেষে আকবর হোসেন বাবলু পুনর্ব্যক্ত করেন জনগণের স্বার্থে, দলের স্বার্থে চাঁদাবাজ, দখলবাজ, বিতর্কিত কাউকে যেন মনোনয়ন দেওয়া না হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মেয়ে ডা. দেলোয়ারা বেগম পান্না, ছোট ছেলে খন্দকার আকতার হামিদ পবন, ভাতিজা খন্দকার রোমানসহ দৌলতপুর ও ঘিওর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

