আইআইইউসি ভিসি ড. আলী আজাদী

জুলাই শহীদদের ত্যাগের মধ্য দিয়ে গড়ে উঠবে দেশপ্রেম ও ন্যায়ের সমাজ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১৯: ১১

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, জুলাই গণঅভু্যত্থান আমাদের ইতিহাসের এক অনন্য ও গেরৗবোজ্জ্বল অধ্যায়, যেখানে মানুষের অধিকার, ন্যায়বিচার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে নির্ভীকভাবে জীবন উৎসর্গ করেছিলেন দেশের শ্রেষ্ঠ সন্তানরা।

তাদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে পারে না। আমরা তাদের সেই সাহসিকতা, মানবিকতা ও ত্যাগের আদর্শকে আমাদের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে চাই।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে ঐতিহাসিক জুলাই গণঅভু্যত্থান দিবস ২০২৫ উপলেক্ষ্য জুলাই যোদ্ধা সম্মাননা প্রদান ও আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। আইআইইউসি আয়োজিত এই অনুষ্ঠানমালায় মধ্যে ছিল গ্রাফিতি ও চিত্র প্রদর্শনী, বিজয় র্যালি, আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক আয়োজন।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসান উল্লাহ এবং স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম পিএসসি (অব.)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই শহীদ ফয়সাল আহমদ শান্ত'র পিতা জাকির হোসেন এবং শহীদ ওয়াসিম আকরামের বড় ভাই আরশাদ আলী।

জুলাই যোদ্ধা শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফারদিনা রুহাইলা, সৈয়দ মাহমুদুল আল সাহেদ, মোহাম্মদ আব্দুল্লাহ আল সাহেদ, এ কে এম নুরুল্লাহ, আব্দুল্লাহ আল কায়েস। আলোচনা সভায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা মনির চেধৗুরী, প্রফেসর মোহাম্মদ জসীম উদ্দিন, ইসলামিক স্টাডিজ বিভাগের লেকচারার মোহাম্মদ নুরুন্নবী এবং অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট ইঞ্জিনিয়ার মো. ফরমান শিকদার প্রমুখ।

ঐতিহাসিক জুলাই গণঅভু্যত্থান দিবস ২০২৫ উপলেক্ষ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী আরও বলেন, আমাদের সজাগ থাকতে হবে, সময়ে-সময়ে যুগে-যুগে এসব সৈরাচার দানা বেঁধে ওঠে। অনেকবার আমরা স্বাধীনতা পেয়েছি, অনেকবার আমরা স্বাধীনতা হারিয়েছি।

এই স্বাধীনতা আর হারানো যাবে না। স্বৈরাচারদের অবশ্যই দৃশ্যমান বিচারের আওতায় আনতে হবে। বিচার না হলে তারা আবার গজিয়ে উঠবে। সাপকে মেরে যদি সাপের জান রাখা হয়, তাহলে সেই সাপ আবার ছোবল মারে। তাই আমাদের সজাগ থাকতে হবে, যাতে তারা আবার ছোবল দিতে না পারে।

তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থান কেবল একটি দিন নয়, এটি একটি প্রেরণার নাম, একটি আদর্শের নাম। আমরা চাই, এই চেতনা শুধু স্মরণে নয়, কর্মে, চিন্তায় এবং নেতৃত্বে প্রতিফলিত হোক। জুলাই শহীদদের পরিবার আজ এখানে উপস্থিত হয়ে আমাদের গেরৗবান্বিত করেছেন। আমরা তাদের কাছে কৃতজ্ঞ, তারা যে ত্যাগ স্বীকার করেছেন, সেটি কখনোই ভুলে যাওয়ার নয়। তাদের সন্তানদের স্মরণ করা মানে হচ্ছে ইতিহাসের প্রতি দায়বদ্ধ থাকা।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল ইনকিলাব মঞ্চের 'জাতিসংঘ প্রতিবেদনে জুলাই অভু্যত্থান: মানবাধিকার সংকট ও সমাধান' শীর্ষক গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন। দিনব্যাপী বর্ণিল আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক সংগঠন দর্পণ এর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত